• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আইপিএল ২০২০: অনুশীলনে স্টাম্প ভেঙে দু-টুকরো করলেন মুম্বই পেসার, ভিডিও ভাইরাল

  • |

আইপিএল শুরু হতে হাতে গোনা আর কয়েকদিনের অপেক্ষা। ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলে ঢাকে কাঠি। সন্ধ্যে ৭.৩০ মিনিটে গত বারের ফাইনালিস্ট দুই দল মাঠে নামতে চলেছে। রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স বনাম ধোনির চেন্নাই সুপার কিংসের মধ্য়ে ম্যাচ দিয়ে এবারের আইপিএলে যাত্রা শুরু। তার আগে অনুশীলনে স্টাম্প ভেঙে দু-টুকরো করলেন মুম্বই ইন্ডিয়ান্স পেসার।

কোন পেসার স্টাম্প ভাঙলেন

কোন পেসার স্টাম্প ভাঙলেন

এতটুকু পড়ে অনেকেই মুম্বই ইন্ডিয়ান্সের ইয়র্কার স্পোশালিস্ট জসপ্রীত বুমরাহ স্টাম্প ভাঙলেন বলে ধরে নিয়ে থাকলে, তাদের অনুমান সম্পূর্ণ ভুল। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে পোস্ট করা এক ভিডিওতে দেখা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স দলে এবছর যোগ দেওয়া তারকা পেসার ট্রেন্ট বোল্ট নেটে অনুশীলনের সময় এক সুইং ডেলিভারিতে স্টাম্প ভাঙেন।

দিল্লি থেকে মুম্বইয়ে এসেছেন কিউয়ি বোলার

দিল্লি থেকে মুম্বইয়ে এসেছেন কিউয়ি বোলার

প্রসঙ্গত ডিসেম্বরে আইপিএল নিলামের আগেই দিল্লি ক্যাপিটালস দল থেকে হাত বদল হয়ে এবছর মুম্বইয়ে এসেছেন ট্রেন্ট বোল্ট। বোল্ট আসায় মুম্বই দলের শক্তি বেড়েছে বলে মনে করছে ক্রিকেটমহল।

মুম্বইয়ে নেই লাসিথ মালিঙ্গা

মুম্বইয়ে নেই লাসিথ মালিঙ্গা

একদিকে বুমরাহ-বোল্টরা যেমন থাকছেন, তেমনি এবছর তারকা পেসার লাসিথ মালিঙ্গাকে পুরো মরসুমের জন্যেই আইপিএলে পাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স। ব্যক্তিগত কারণের জন্য মালিঙ্গা আইপিএল থেকে এবছর নিজেকে সরিয়ে নেন।

একনজরে মুম্বই দলের বোলিং শক্তি

একনজরে মুম্বই দলের বোলিং শক্তি

মুম্বই ইন্ডিয়ান্স দলে এবছর ১) জসপ্রীত বুমরাহ ২) ট্রেন্ট বোল্ট ৩) ন্যাথান কুল্টারনাইল ৪) রাহুল চাহার ৫) মিচেল ম্যাক্লেনাঘান ৬) জেমস প্যাটিনসন ৭) হার্দিক পান্ডিয়া ৮) কাইরন পোলার্ড ৯) ক্রুণাল পান্ডিয়া ১০)ধবল কুলকার্নি ১১) অনুকূল রয় ১২) মৌসিন খানের মতো বোলাররা রয়েছেন।

৭ বছরের নির্বাসন শেষ! ক্রিকেটে ফিরতে চেয়েও এই কারণে সম্ভবত এবছর মাঠে ফেরা হচ্ছে না শ্রীসন্থের

মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ হতে পারে ভারী কোনও নাম

{quiz_339}

English summary
Mumbai Indians pacer Trent Boult Breaks A Stump Into Two Pieces in Training Session
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X