For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: দুঃস্বপ্নের দৌড় অব্যহত, লাগাতার পাঁচ ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের

IPL 2022: দুঃস্বপ্নের দৌড় অব্যহত, লাগাতার পাঁচ ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের

Google Oneindia Bengali News

জয়ের রাস্তা এখনও খুঁজে পেতে ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১২ রানে পরাজিত হল পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। এই নিয়ে লাতার পাঁচ ম্যাচে পরাজিত হল রোহিত শর্মার নেতৃত্বাধীন বাণিজ্যনগরীর দল।

IPL 2022: দুঃস্বপ্নের দৌড় অব্যহত, লাগাতার পাঁচ ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের

এ দিন টসে জিতে পাঞ্জাব কিংসকে ব্যাটিং করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যাটিং সহায়ক পিচে প্রথম ব্যাট করার সুবিধা নিতে কোনও ভুল করেননি পাঞ্জাবের দুই ওপেনার ময়ঙ্কা আগরওয়াল এবং শিখর ধাওয়ান। নির্ধারিত ২০ ওভারে পাঞ্জাব তোলে ১৯৮/৫ রান।

প্রথম উইকেটে ৯৭ রানের পার্টনারশিপ গড়ে পাঞ্জাব। ৬টি চার এবং ২টি ছয়ের সৌজন্যে ৩২ বলে ময়ঙ্ক আগরওয়াল করেন ৫২ রান। শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসে ঝকঝকে ৫০ বলে ৭০ রানের ইনিংস। পাঁচটি চার এবং তিনটি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন এই বাম হাতি ওপেনার। মিডল অর্ডারে জনি বেয়ারস্ট্রো এবং লিয়াম লিভিংস্টন ব্যর্থ হলেও তার বিশেষ প্রভাব পড়েনি পাঞ্জাবের ইনিংসে। শাহরুখ খানে ৬ বলে ১৫ এবং জীতেশ শর্মার অপরাজিত ১৫ বলে ৩০ পাঞ্জাবকে পৌঁছে দেয় ১৯৮ রানে। মুম্বইয়ের হয়ে দু'টি উইকেট নেন বাসিল থাম্পি। একটি করে উইকেট পান জয়দেব উনাদকট, জসপ্রীত বুমরাহ এবং মুরুগন অশ্বিন।

পাঞ্জাবের দেওয়া ১৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রত্যাশা মতো শুরু করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক রোহিত শর্মা ফেরেন ২৮ রানে। অপর ওপেনার ঈশান কিষান ব্যক্তিগত ৩ রানে প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগান। এই অবস্থায় মুম্বইয়ের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন ডিওয়াল্ড ব্রেভিস এবং তিলক বর্মা। ২৫ বলে দুর্ধর্ষ ব্রেভিস করেন ৪৯ রান। তিলক বর্মার ব্যাট থেকে আসে ২০ বলে ৩৬। মুম্বইয়ের রান ১১৬ যখন ব্রেভিস আউট হন।

এ দিন টসে জিতে পাঞ্জাব কিংসকে ব্যাটিং করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যাটিং সহায়ক পিচে প্রথম ব্যাট করার সুবিধা নিতে কোনও ভুল করেননি পাঞ্জাবের দুই ওপেনার ময়ঙ্কা আগরওয়াল এবং শিখর ধাওয়ান। নির্ধারিত ২০ ওভারে পাঞ্জাব তোলে ১৯৮/৫ রান।

এর পর মুম্বইকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে সূর্যকুমার যাদবের উপর। শুরুটা দারুণ ভাবে করলেও এই রকম গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে সাহায্য করতে পারেননি তিনি। ৪৩ রানে ফেরেন প্যাভিলিয়নে। কাইরন পোলার্ড শেষ ভরসা ছিল মুম্বইয়ের এই ম্যাচ বের করার ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে ভাগ্য সহায় ছিল না মুম্বইয়ে। ১০ রানে রান আউট হন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি। এর পর আর ব্যাট হাতে ম্যাচ জেতানোর মতো কোনও ক্রিকেটার ছিল না মুম্বইয়ের দলে। পাঞ্জাবের হয়ে চার উইকেট নেন ওডেন স্মিথ, দু'টি উইকেট শিকার কাগিসো রাবাডার। একটি উইকেট পান বৈভব অরোরা।

English summary
Mumbai Indians remain still winless in IPL 2022. They lost five consecutive matches in this year’s IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X