For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেটে বিরাটকে হারানো কিশোরই মুম্বই ইন্ডিয়ান্সের মুখ, অপেক্ষায় আইপিএল ২০২১

নেটে বিরাটকে হারানো কিশোরই মুম্বই ইন্ডিয়ান্সের মুখ, অপেক্ষায় আইপিএল ২০২১

  • |
Google Oneindia Bengali News

তিন বছর আগেকার কথা। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। জোহানসবার্গ টেস্টের আগে নেটে ব্যাটিং করছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বল করছিলেন ১৭ বছরের এক ক্রিকেটার। বাকিটা ইতিহাস।

নেটে বিরাটকে হারানো কিশোরই মুম্বই ইন্ডিয়ান্সের মুখ, অপেক্ষায় আইপিএল ২০২১

আপাত নিরিহ ওই কিশোর যে এত ভয়ঙ্কর হয়ে উঠবেন, তা হয়তো ভাবেননি খোদ বিরাটই। তাই হয়তো সেভাবে আমল দেননি। কিন্তু ওই ফাস্ট বোলারের ডেলিভারিতে তিন বার অফ স্ট্যাম্পের বাইরে বিট হওয়া নিজেই এগিয়ে গিয়ে ওই কিশোরের সঙ্গে পরিচয় করেছিলেন ভারত অধিনায়ক। জেনেছিলেন তাঁর নাম। ওই ফাস্ট বোলারের সঙ্গে ছবিও তুলেছিলেন ভারত অধিনায়ক।

সেই কিশোর আজ ২০ বছরের যুবক। উল্লেখ্যযোগ্য ভাবে আগামী আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম ভরসা। দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেনকে কিনতে ভুল করেনি পাঁচ বারের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলের চোখ। নিলামে কারও নজর না থাকলেও মুম্বই ইন্ডিয়ান্স যে জানসেনকে নেওয়ার জন্য পরিকল্পনা করে এসেছিলেন, তা স্পষ্ট। ২০ লক্ষ টাকার বেস প্রাইজে তাঁকে কিনে নেয় আম্বানি শিবির। এই প্রোটিয়া ফাস্ট বোলার সুযোগ পেলে আইপিএল কাঁপাবেন বলে মনে করেন রোহিত শর্মাদের মেন্টর জাহির খান।

নেট তো বটেই, ম্যাচেও লাগাতার ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে বল করে যেতে পারেন মার্কো। ৬ ফুটেরও বেশি লম্বা এই ফাস্ট বোলারের সিম পজিশন এবং বাউন্সও অসাধারণ। ফলে জানসেন যে মুম্বই ইন্ডিয়ান্সের পেস বিভাগে বৈচিত্র আনবে বলে মনে করে দেশের ক্রিকেট মহল। অন্যদিকে ব্যাট হাতেও সমান সাবলীল প্রোটিয়া ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪টি ম্যাচ ৪৪০ রান করার পাশাপাশি ৫৪টি উইকেট নিয়েছেন বাঁ-হাতি ফাস্ট বোলার। টি-টোয়েন্টিতে ১০টি ম্যাচ খেলে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ৭১ রান করেছেন মার্কো।

দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির ক্রিকেট কাঁপানো মার্কো জানসেন, আইপিএল ২০২১-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। এই টুর্নামেন্টে ভাল কিছু করে দেখাতে পারলে, তাঁর আরও উত্তোরণ ঘটবে বলে মনে করেন প্রোটিয়া ফাস্ট বোলার তথা ব্যাটসম্যান। একই সঙ্গে টুর্নামেন্টে রথী-মহারথীদের কাছ থেকে নতুন কিছু শেখার স্বপ্নেও বিভোর হয়ে রয়েছেন ২০ বছরের মার্কো জানসেন।

২০১৮ সালে নেটে বিরাট কোহলির সঙ্গে নিজের এনকাউন্টার ভোলেননি জানসেন। সেদিন ভারত অধিনায়ক তাঁকে অনেক উপদেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন প্রোটিয়া ক্রিকেটার। মু্ম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার সময় সেই বিরাটের সেই পরামর্শগুলি তিনি কাজে লাগাতে চান বলেও জানিয়েছেন মার্কো।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড যাবে জাম্বো ভারত, খেতাব জয়ই লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড যাবে জাম্বো ভারত, খেতাব জয়ই লক্ষ্য

মুর্শিদাবাদের রানিনগর আসন কংগ্রেসের থেকে ছিনিয়ে নিতে জোরকদমে প্রচারে তৃণমূল প্রার্থী সৌমিক হোসেন

English summary
Mumbai Indians fast bowler Marco Jansen wins battle against Virat Kohli in net
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X