For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২১-এর আগে মুম্বইয়ের সম্পূর্ণ সূচি, দল ও এ পর্যন্ত পারফরম্যান্স কী বলছে?

আইপিএল ২০২১-এর আগে মুম্বইয়ের সম্পূর্ণ সূচি, দল ও এ পর্যন্ত পারফরম্যান্স কী বলছে?

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের প্রথম দিনই ময়দানে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। ৯ এপ্রিল চেন্নাইয়ের চিপকে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই আবহে মুম্বই ইন্ডিয়ান্সের সম্পূর্ণ আইপিএল সূচি, দল এবং এ পর্যন্ত পারফরম্যান্স দেখে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্সের দল

মুম্বই ইন্ডিয়ান্সের দল

রোহিত শর্মা (অধিনায়ক), আদিত্য তারে, আনমোলপ্রীত সিং, অনুকূল রায়, ধবল কুলকার্নি, হার্দিক পান্ডিয়া, ইশান কিষাণ, জসপ্রীত বুমরাহ, জয়ন্ত যাদব, কাইরন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, কুইন্টন ডি কক, রাহুল চাহার, সূর্যকুমার যাদব, ক্রিস লিন, মহসীন খান, সৌরভ তিওয়ারি, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে, নাথান কুল্টার-নাইল, পীয়ূশ চাওলা, জেমস নিশাম, যুদ্ধবীর চরক, মার্কো জানেসেন, অর্জুন তেন্ডুলকর।

মুম্বই ইন্ডিয়ান্সের সূচি

মুম্বই ইন্ডিয়ান্সের সূচি

১) ৯ এপ্রিল - প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম।

২) ১৩ এপ্রিল - প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স - চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম।

৩) ১৭ এপ্রিল - প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ - চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম।

৪) ২০ এপ্রিল - প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস - চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম।

৫) ২৩ এপ্রিল - প্রতিপক্ষ পাঞ্জাব কিংস - চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম।

৬) ২৯ এপ্রিল - প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস - দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম।

৭) ১ মে - প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস - দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম।

৮) ৪ মে - প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ - দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম।

৯) ৮ মে - প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস - দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম।

১০) ১০ মে - প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স - বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম।

১১) ১৩ মে - প্রতিপক্ষ পাঞ্জাব কিংস - বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম।

১২) ১৬ মে - প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস - বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম।

১৩) ২০ মে - প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - কলকাতার ইডেন গার্ডেন্স।

১৪) ২৩ মে - প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস - কলকাতার ইডেন গার্ডেন্স।

এ পর্যন্ত পারফরম্যান্স

এ পর্যন্ত পারফরম্যান্স

১) ২০০৮ - আট দলের মধ্যে পঞ্চম।

২) ২০০৯ - আট দলের মধ্যে সপ্তম।

৩) ২০১০ - রানার্স।

৪) ২০১১ - আট দলের মধ্যে তৃতীয়।

৫) ২০১২ - আট দলের মধ্যে তৃতীয়।

৬) ২০১৩ - চ্যাম্পিয়ন।

৭) ২০১৪ - আট দলের মধ্যে চতুর্থ।

৮) ২০১৫ - চ্যাম্পিয়ন।

৯) ২০১৬ - আট দলের মধ্যে পঞ্চম।

১০) ২০১৭ - চ্যাম্পিয়ন।

১১) ২০১৮ - আট দলের মধ্যে পঞ্চম।

১২) ২০১৯ - চ্যাম্পিয়ন।

১৩) ২০২০ - চ্যাম্পিয়ন।

কোন কোন ক্রিকেটারকে ছাড়ল মুম্বই ইন্ডিয়ান্স

কোন কোন ক্রিকেটারকে ছাড়ল মুম্বই ইন্ডিয়ান্স

লাসিথ মালিঙ্গা, মিচেল ম্যাকলেনাঘান, জেমস প্যাটিনসন, নাথান কুল্টার নাইল, শেরফেন রাদার্ফোর্ড, প্রিন্স বলবন্ত রাই, দিগ্বিজয় দেশমুখ।

তৃতীয় দফা ভোটের আগে বিজেপি কতটা কোণঠাসা, খতিয়ান দিলেন ব্রাত্য তৃতীয় দফা ভোটের আগে বিজেপি কতটা কোণঠাসা, খতিয়ান দিলেন ব্রাত্য

English summary
Mumbai Indians complete schedule of IPL 2021, players performance since 2008
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X