For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: দিল্লির ইনিংসের ৯ ওভার পর কেন কিপিং করতে নামলেন ঈশান

IPL 2022: দিল্লির ইনিংসের ৯ ওভার পর কেন কিপিং করতে নামলেন ঈশান

Google Oneindia Bengali News

বেঙ্গালুরুর মেগা নিলামে ১৫.২৫ কোটি টাকায় দল পেয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন ঈশান কিষান। মুম্বই ইন্ডিয়ান্স রিটেন না করে ঈশানকে কম দামে তুলে নেওয়ার লক্ষ্যে তাঁরে ছেড়ে দিয়েছিল। কিন্তু তরুণ উইকেটরক্ষককে ফের দলে নিতে যে এত খরচ করতে হবে তা ভাবতে পারেনি। অবশেষে ১৫ কোটির বেশি খরচ করে তাঁকে দলে নেওয়ায় প্রত্যাশার চাপ ছিল ঈশানের উপর।

IPL 2022: দিল্লির ইনিংসের ৯ ওভার পর কেন কিপিং করতে নামলেন ঈশান

আইপিএল-এর প্রথম ম্যাচে সেই প্রত্যাশা পূরণ করেছেন ঈশান কিষান। ব্যাট হাতে ৪৮ বলে ৮১ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। কিন্তু এই ইনিংসের মধ্যেও ঈশানের চোট চিন্তায় রাখল মুম্বই ইন্ডিয়ান্সকে। এ দিন ব্যাটিং করার সময়ে সরাসরি একটি ইয়র্কার গিয়ে লাগে ঈশানের পায়ের চেটোয়। দ্রুত গতিতে আসা বলের আঘাতে মাঠের মধ্যে খোঁড়াতে দেখা যায় ঝাড়খণ্ডের ক্রিকেটারকে।

দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছিল কত জোরেবল এসে লেগেছিল তাঁর পায়ে। ইনিংস শেষ হওয়ার পরই পায়ের চেটোর স্প্যান করতে পাঠানো হয় কিষানকে। যার ফলে দ্বিতীয় ইনিংসে দলের সঙ্গে ফিল্ডিং-এ নামতে পারেননি কিষান। দিল্লির ইনিংসের প্রথম নয় ওভার মুম্বইয়ের হয়ে উইকেটরক্ষকের ভূমিকা পালন করেন অয়ন জুয়েল।

তবে, নবম ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের স্বস্তি দিয়ে মাঠে নামেন ঈশান কিষান। তার পর থেকে খুব বেশি অস্বস্তিতে থাকতে দেখা যায়নি ঈশানকে। যদিও উইকেট রক্ষা করার সময়ে দু'বার একটু সমস্যায় দেখা যায় তাঁকে।

ব্র্যাবর্ন স্টেডিয়ামে প্রথমে টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাটিং করতে স্বাগত জানান দিল্লি ক্যাপিটলসের অধিনায়ক ঋষভ পন্থ। নির্ধারিত ২০ ওভারে মুম্বইয়ের রান দাঁড়ায় ১৭৭/৫। ১১টি চার এবং দু'টি ছয়ের সৌজন্যে ৪৮ বলে ৮১ রানের ইনিংস খেলা ঈশান কিষানের পাশাপাশি ভাল ছন্দে পাওয়া গিয়েছে রোহিত শর্মাকেও (৪১)। দীর্ঘ দিন পর সুযোগ পাওয়া কুলদীপ যাদবকে পাওয়া গেল চেনা ছন্দে। ৪ ওভারে ১৮ রান খরচ করে তিন উইকেট নিলেন কুলদীপ। দুই উইকেট পান খালিল আহমেদ।

English summary
Mumbai Indian’s Ishan Kishan gets injured while batting against Delhi Capitals. Kishan got injured during batting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X