For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পৃথ্বীর শতরানে বিজয় হাজারের সেমিফাইনালে মুম্বই, কোয়ার্টার ফাইনালে হার দিল্লির

পৃথ্বীর শতরানে বিজয় হাজারের সেমিফাইনালে মুম্বই, কোয়ার্টার ফাইনালে হার দিল্লির

  • |
Google Oneindia Bengali News

জাতীয় দল থেকে বাদ পড়ার পরেই নিজেকে প্রমাণ করার প্রতিজ্ঞা নিয়ে ফেলেছেন ওপেনার পৃথ্বী শ। বিজয় হাজারে ট্রফির গ্রুপ স্তরে দুর্দান্ত দ্বিশতরানের পর এবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত শতরান হাঁকালেন মুম্বইয়ের ওপেনার। একই সঙ্গে দলকেও সেমিফাইনালে তুললেন তরুণ ডান হাতি ব্যাটসম্যান।

পৃথ্বীর শতরানে বিজয় হাজারের সেমিফাইনালে মুম্বই, কোয়ার্টার ফাইনালে হার দিল্লির

মঙ্গলবার দিল্লির পালাম এ স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সৌরাষ্ট্র। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৪ রান তোলে চেতেশ্বর পূজারার রাজ্য। দলের হয়ে সর্বাধিক ৯০ রান করেন সামর্থ্য ব্যস। ৫৩ রান করেন চিরাগ জানি ও বিশ্বরাজ জাদেজা। মুম্বইয়ের হয়ে ২ উইকেট নেন সামস মুলানি। একটি করে উইকেট নেন শিবম দুবে, তানুশ কোটেইন ও প্রশান্ত সোলাঙ্কি।

জবাবে ৪১.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। ১২৩ বলে ১৮৫ রানের দাপুটে ইনিংস খেলেন ওপেনার পৃথ্বী শ। ২১টি চার ও সাতটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। তাঁকে যোগ্য সঙ্গত দেওয়া যশশ্বী জয়সওয়াল ১০৪ বলে ৭৫ রান করেন। ১০টি চার ও একটি ছক্কা হাঁকান বাঁহাতি। সৌরাষ্ট্রের হয়ে একটি মাত্র উইকেট নেন অধিনায়ক জয়দেব উনাদকাট।

দিনের অন্য কোয়ার্টার ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮০ রান করে উত্তরপ্রদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১১২ রান করেন উইকেটরক্ষক উপেন্দ্র যাদব। ৮৩ রান করেন অধিনায়ক করণ শর্মা। দিল্লির হয়ে ২টি করে উইকেট নেন প্রদীপ সাঙ্গোয়ান ও সীমরণজিৎ সিং। জবাবে ৪৮.১ ওভারে ২৩৪ রানে শেষ হয়ে যায় দিল্লির ইনিংস। উত্তরপ্রদেশের হয়ে ৩ উইকেট নেন যশ দয়াল।

English summary
Mumbai beat Saurashtra and Uttar Pradesh beat Delhi in the quarter final of Vijay Hazare Trophy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X