For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-র আইপিএল-র আগে ধোনিকে ছাড়ছে না সিএসকে, তবে মাহি কি রাজি?

২০২১-র আইপিএল-র আগে অবসর নিচ্ছেন না মহেন্দ্র সিং ধোনি! বিস্তারিত জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

২০২০-র আইপিএল পর্যন্ত ভারতীয় লেজেন্ড মহেন্দ্র সিং ধোনিকে তিনি ক্রিকেটে দেখতে চান বলে জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। কিন্তু এমএস যে সেসবের থেকে একধাপ এগিয়ে আছেন, তার প্রমাণ পাওয়া যায় এক চেন্নাই সুপার কিংস বা সিএসকে কর্তার কথায়। তাঁর দাবি, ২০২১-র আইপিএল পর্যন্ত নাকি খেলবেন ধোনি।

২০২১-র বড় নিলাম

২০২১-র বড় নিলাম

২০২১-র আইপিএল শুরু হওয়ার আগে বড়সড় নিলামের আসর বসবে। সেই নিলামে ব্যাপক ক্রিকেটার কেনাবেচা হবে বলেও জানা গিয়েছে। বেশ কিছু বড় বড় ক্রিকেটার দল পরিবর্তনও করতে পারেন বলে খবর।

ধোনি অংশ নেবেন

ধোনি অংশ নেবেন

২০২১-র আইপিএল-র ওই বড় নিলামে মহেন্দ্র সিং ধোনি অংশ নিতে চান বলে এক চেন্নাই সুপার কিংস কর্তা দাবি করেছেন। বলেছেন, সেই সময় হয়তো ধোনির বেস প্রাইজ কমে যাবে। কিন্তু কম দামেও এমএস-কে কিনতে তাঁরা রাজি বলে জানিয়েছেন ওই সিএসকে কর্তা। বলেছেন, ধোনিকেই দলের অধিনায়ক রাখা হবে। এমএস সিএসকে-র এই প্রস্তাবে রাজি হয়েছেন বলে দলের ওই কর্তার দাবি।

২০২১-র পর অবসর

২০২১-র পর অবসর

এই মুহূর্তে মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট থেকে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই বলে ওই সিএসকে কর্তা দাবি করেছেন। তাঁর দাবি, ২০২১-র আইপিএল না খেলে ক্রিকেটকে বিদায় জানাবেন না ধোনি। আর অবসরের পর এমএস চেন্নাই সুপার কিংসের মেন্টরের দায়িত্ব পালন করবেন বলেও দাবি করেছেন দলের ওই কর্তা।

সিএসকে-র হয়ে ধোনি

সিএসকে-র হয়ে ধোনি

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৬০টি ম্যাচ খেলে ৩৮৫৮ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি। ২০২০-র আইপিএল যে তিনি খেলতে চান, তা তিনি নিজেই জানিয়েছেন। রাঁচিতে তাঁকে নেটে অনুশীলন করতেও দেখা গিয়েছে। আইপিএল খেললেও ভারতীয় দলে তিনি কবে ফিরবেন, তা অবশ্য জানা যায়নি।

ধোনি কি রাজি?

ধোনি কি রাজি?

তবে অন্য একটি সূত্রের তরফে জানা গিয়েছে, ২০২১ সালের আইপিএল-র নিলামেই তিনি সিএসকে থেকে বিদায় নিতে চাইছেন। সেই সময়ই তিনি ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাবেন বলেও ওই সূত্রের তরফে জানানো হয়েছে।

English summary
MS Dhoni will play 2021 IPL, says CSK source
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X