For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনি বোল্ড চাওলা! সিএসকে-র আইপিএল শিবিরের ভিডিও ভাইরাল

ধোনি বোল্ড চাওলা! সিএসকে-র আইপিএল শিবিরের ভিডিও ভাইরাল

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে পীয়ূষ চাওলার বলে ক্লিন বোল্ড হলেন মহেন্দ্র সিং ধোনি। তবে কোনও ম্যাচে নয়, চেন্নাই সুপার কিংসের নেটে ঘটল এমন ঘটনা। পীয়ূষ চাওলার গুগলি পড়তে ভুল করে ফেলেন সিএসকে অধিনায়ক। যদিও তাতে বিচলিত নন মাহি ফ্যানরা। কারণ তাঁরা জানেন যে দেশের সবচেয়ে সফল ক্রিকেট অধিনায়ক জবাব দেবেনই।

ধোনি বনাম চাওলা

ধোনি বনাম চাওলা

১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব শেষে গত শুক্রবার দুবাইতে আইপিএলের অনুশীলনে নেমে পড়েছে চেন্নাই সুপার কিংস। প্রথম দুই দিন ব্যাট হাতে নেটে অনেকটা সময় কাটিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই সময় তাঁর সঙ্গে স্পিনার পীয়ূষ চাওলা ও রবীন্দ্র জাদেজার দ্বৈরথ দেখা যায়। শুরু থেকেই রক্ষণাত্মক মেজাজে থাকা ধোনিকে ক্লিন বোল্ড করেন চাওলা।

ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে সান্ধ্যকালীন অনুশীলনে মগ্ন রয়েছেন মহেন্দ্র সিং ধোনিরা। সেই সময় নেটে পীয়ূষ চাওলার বলে বোল্ড হন মহেন্দ্র সিং ধোনি। সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেছে সিএসকে ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।

অনেক পরে অনুশীলন

অনেক পরে অনুশীলন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চেন্নাই সুপার কিংসের ১৩ জন সদস্য। তার মধ্যে ভারতীয় ফাস্ট বোলার দীপক চাহার ও তরুণ ব্যাটসম্যান ঋুতুরাজ গায়েকোয়াড়ও অন্তর্ভূক্ত রয়েছেন। তাই দুবাইতে পৌঁছনোর ১৪ দিন পর তাঁরা দলের সঙ্গে অনুশীলনে নামতে পারলেন না। সিএসকে-র বাকি ক্রিকেটাররা শুক্রবার থেকে অনুশীলনে নেমে পড়েছেন।

রায়না-ভাজ্জির অভাব

রায়না-ভাজ্জির অভাব

ব্যক্তিগত কারণ দর্শীয়ে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সুরেশ রায়না ও হরভজন সিং। টুর্নামেন্ট শুরুর মুখে তা যে সিএসকে-র কাছে বিরাট বড় ধাক্কা, তা বলাই যায়। যদিও দলে দুই ক্রিকেটারের পরিবর্ত মজুত রয়েছে বলে সমর্থকদের আশ্বস্ত করেছে এন শ্রীনিবাসন শিবির।

করোনা আতঙ্কে ঘরোয়া মরশুম বাতিল করতে পারে বিসিসিআই!করোনা আতঙ্কে ঘরোয়া মরশুম বাতিল করতে পারে বিসিসিআই!

English summary
MS Dhoni's stamp has uprooted by Piyush Chawla on CSK's net
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X