For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হামার নিয়ে ধাঁ করে বেরিয়ে গেলেন ধোনি, বিস্ময়ে হাঁ করে তাকিয়ে দেখলেন সকলে!

বাইকে যেমন হায়াবুসা রয়েছে, গাড়ির মধ্যে তেমন ধোনির গ্যারেজে রয়েছে হামার। আর তাতে চেপেই সদ্য সমাপ্ত রাঁচি ওয়ান ডে-র সময়ে নিজের শহরে যাতায়াত করেছেন ধোনি।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

রাঁচি, ২৬ অক্টোবর : ক্রিকেট বাদেও ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সবচেয়ে পছন্দের জিনিস হল বাইক ও গাড়ি। রাঁচিতে নিজের বাড়িতে একাধিক বাইক ও বিলাসবহুল গাড়ির গ্যারেজ তৈরি করেছেন তিনি। এবং তাঁর গাড়ির প্রতি এতই ভালোবাসা যে সুযোগ পেলে নিজের গাড়ি নিজেই পরিষ্কার করেন মাহি। [বীরেন্দ্র সহবাগের অবিস্মরণীয় রেকর্ডের তালিকা]

বাইকে যেমন হায়াবুসা রয়েছে, গাড়ির মধ্যে তেমন ধোনির গ্যারেজে রয়েছে হামার। আর তাতে চেপেই সদ্য সমাপ্ত রাঁচি ওয়ান ডে-র সময়ে নিজের শহরে যাতায়াত করেছেন ধোনি। [ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে অনন্য নজির ঋদ্ধিমান সাহার]

হামার নিয়ে ধাঁ করে বেরিয়ে গেলেন ধোনি, বিস্ময়ে হতবাক সকলে!

শুধু তাই নয়, নিজের শহরের রাস্তায় গাড়ির স্টিয়ারিং হাতে একেবারে ড্রাইভারের ভূমিকায় দেখা গিয়েছে ধোনিকে। আর তা দেখে পাশের বাসে বসে থাকা ভারতীয় দলের সতীর্থরা অথবা নিউ জিল্যান্ড ক্রিকেটাররা হাঁ করে চেয়ে থেকেছেন। [প্রথম টেস্ট ভারত কবে জিতেছিল? সেই ইতিহাস জানেন কি?]

নিজের শহর হওয়ায় ধোনি অনুমতি নিয়ে আলাদা যাতায়াত করেছেন। আর তার গাড়ি দেখে বিস্ময়ে চেয়ে থেকেছেন সকলে। সেই ঘটনা ক্যামেরাবন্দিও করেছেন অনেকে। টম ল্যাথম যেমন, বাসের জানালার ধারে বসে ধোনিকে হামার চালাতে দেখে বিস্ময় ধরে রাখতে পারেননি। [১৯৮২ সালে ওয়ান ডে ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেছিলেন কে? জানেন কি?]

শুধু তিনি কেন, কিউয়ি ক্রিকেটার রস টেলর অথবা ভারতীয় দলের বাকী সতীর্থরাও উল্লাসে চেঁচিয়ে উঠে ধোনিকে বাহবা দিয়েছেন। মাঠের বাইরে যেমন হামার চালিয়ে সকলকে চমকে দিয়েছেন ধোনি, তেমনি তৃতীয় ম্যাচে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে তাঁর অনবদ্য ইনিংস ভারতকে ম্যাচ জিতিয়েছে।

English summary
MS Dhoni's Hummer Leaves New Zealand Stars Open-Mouthed in Ranchi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X