For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের টি ২০ বিশ্বকাপ জয়ের এই নায়ককে চিনতে পারছেন? বিশ্বজয়ের সেলিব্রেশনে সমালোচিত গম্ভীর!

  • |
Google Oneindia Bengali News

২০০৭ সালে আজকের দিনেই জোহানেসবার্গে প্রথম টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। শেষ ওভারে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কের আস্থার পূর্ণ মর্যাদা দিয়ে ২৪ বছর পর ফের ভারতের বিশ্বকাপ জয় সুনিশ্চিত করেন যোগিন্দর শর্মা। তাঁর ক্রিকেট কেরিয়ার খুব একটা উল্লেখযোগ্য না হলেও সেমিফাইনাল এবং বিশেষ করে ফাইনালে তাঁর বোলিং মনে গেঁথে থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

১৪ বছর আগে

প্রথম টি ২০ বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছিল মহেন্দ্র সিং ধোনির দল। আটটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৫৪ বলে ৭৫ রান করেছিলেন গৌতম গম্ভীর। ১৬ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন রোহিত শর্মা। উমর গুল ২৮ রানে নিয়েছিলেন ৩ উইকেট। জবাবে তিন বল বাকি থাকতেই ১৫২ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। শেষ ওভারে সর্বাধিক ৪৩ রান করা মিসবা উল হকের ক্যাচ এস শ্রীসন্থের তালুবন্দি হতেই ইতিহাস গড়ে ভারত। প্রথম টি ২০ বিশ্বকাপেই চ্যাম্পিয়ন ভারত, ১৯৮৩ সালের পর ভারতের দখলে দ্বিতীয় বিশ্বকাপ। ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ইরফান পাঠান। ৩.৩ ওভারে ২০ রানের বিনিময়ে যোগিন্দর শর্মা ইউনিস খান ও শেষ ওভারে মিসবা উল হকের উইকেট নিয়েছিলেন। সেমিফাইনালে তিনি ৩ ওভারে ৩৭ রানে দুই উইকেট নিয়েছিলেন।

সেই শেষ ওভার

কিন্তু ফাইনালের কথা উঠলেই যাঁর নাম সবার আগে মনে পড়ে তিনি হলেন যোগিন্দর শর্মা। অস্ট্রেলিয়াকে ১৫ রানে হারিয়ে ভারত টি ২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। সেই ম্যাচেও শেষ ওভারে তৃতীয় ও পঞ্চম বলে যথাক্রমে মাইক হাসি ও ব্রেট লিকে আউট করেছিলেন যোগিন্দর। ফাইনালে শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৩ রান। মহেন্দ্র সিং ধোনি হরভজন সিংকে বল না দিয়ে ডেকেছিলেন যোগিন্দর শর্মাকেই। বলেছিলেন, বিপক্ষের কত রান দরকার সে বিষয়ে না ভেবে নিজের বোলিং নিয়েই ভাবতে। এমনকী মার খেলেও তাতে চিন্তিত না হয়ে পরের বলটির পরিকল্পনা করতে বলেছিলেন মাথা ঠাণ্ডা রেখে। ক্যাপ্টেন কুল বুঝতে পেরেছিলেন হরভজন সিং ডেথ ওভারে বল করতে ততটা আত্নবিশ্বাসী ছিলেন না। তাই যোগিন্দরেই আস্থা রাখেন। এমনকী ম্যাচ হেরে গেলেও নিজের এই সিদ্ধান্ত নিয়ে যে তাঁর আক্ষেপ থাকত না, তাও পরে বলেছিলেন ক্যাপ্টেন কুল। এমনকী পরে রবি শাস্ত্রীকেও তিনি বলেছিলেন, বিশ্বকাপের আগে আপনি অস্ট্রেলিয়াকে ফেভারিট ধরেছিলেন। আমরা সকলে মিলে আপনাকে ভুল প্রমাণ করেছি। ধোনির ক্ষুরধার মস্তিষ্ক যে ভারতের টি ২০ বিশ্বজয়ের বড় কারণ তা সতীর্থরা সিংহভাগই মেনে থাকেন। এমনকী যোগিন্দরকেও ধোনি পাশে থাকার বার্তা দিয়েছিলেন। যা তাঁরও আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল।

পুলিশ-কর্তা যোগিন্দর কৃতজ্ঞ ধোনির কাছে

পুলিশ-কর্তা যোগিন্দর কৃতজ্ঞ ধোনির কাছে

যোগিন্দর এখন হরিয়ানার ডেপুটি পুলিশ সুপার পদে কর্মরত। কোভিড পরিস্থিতি মোকাবিলায় মানুষের পাশে থেকে তাঁর ভূমিকা বিভিন্ন মহলের প্রশংসা আদায় করেছিল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে যোগিন্দর বলেছেন, উত্তেজনার মুহূর্তে ধোনি যে সাপোর্টটা আমাকে দিয়েছিলেন, একজন বোলারের কাছে এর চেয়ে বড় কিছু হতে পারে না। শেষ ওভারের দ্বিতীয় বলেই মিসবা উল হক ছক্কা মারায় ম্যাচ তুল্যমূল্য পর্যায়ে চলে এসেছিল। কিন্তু পরের বলেই মিসবার শট শ্রীসন্থের হাতে জমা পড়তেই ইতিহাস তৈরি হয়। রোহটাকের ক্রিকেটার যোগিন্দর ধোনির প্রতি আজও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ২০১২ অবধি যোগিন্দর চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন। তাঁর কথায়, ওই ম্যাচের জন্যই আমার আলাদা পরিচয় তৈরি হয়েছিল। দেশকে জেতাতে পেরে আমি গর্বিত, আমার নামও যে সকলে বিশ্বকাপ জয়ের জন্য মনে রেখেছেন সেটা আমাকে আলাদা তৃপ্তি দেয়। প্রত্যেক ক্রিকেটারেরই বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়ার স্বপ্ন থাকে। আমিও টি ২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য হতে পেরেছিলাম। ভারতীয়দের মনে যে আজও আমার নাম গেঁথে রয়েছে এটাও খুব তৃপ্তি দেয়।

গম্ভীর সমালোচিত

আইসিসি থেকে বিসিসিআই, প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা, এমনকী আইপিএলের দলগুলি ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভারতের টি ২০ বিশ্বকাপ জয়ের ১৪ বছরের সেলিব্রেশনে মেতে। সকলেই ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের মুহূর্ত, কাপ নিয়ে ছবি পোস্ট করেছেন। ব্যতিক্রম গৌতম গম্ভীর। তাঁর পোস্টটি দেখে গম্ভীরকে সংকীর্ণমনস্ক বলেও অনেকে কটাক্ষ করছেন। ক্যাপশনে গম্ভীর লিখেছেন, এই দিনটিতেই প্রতিটি ভারতীয় ২৪ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন। কিন্তু গম্ভীর পোস্ট করেছেন শুধু নিজের ছবি। ধোনি বা অন্য কোনও সতীর্থের ছবিই নেই এই পোস্টে। ধোনির সঙ্গে তাঁরা যে কতটা দূরত্ব তা আরও একবার প্রমাণ গম্ভীর দিলেন বিশ্বজয়ের সেলিব্রেশনের মধ্যেই। তবে আজ বিশেষ দিনে ক্রিকেটপ্রেমীদের বড় প্রাপ্তি হতে চলেছে ধোনি-বিরাট দ্বৈরথ। সব কটি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়া ধোনি এবার বিশ্বকাপে থাকবেন বিরাট কোহলিদের মেন্টর হয়ে। তার আগে দুজনে পরস্পরের বিরুদ্ধে নামবেন আইপিএলের ম্যাচে।

English summary
MS Dhoni's Decision To Bring Joginder Sharma Who Is Now DSP Of Haryana In The Last Over Secured India's T20 World Cup Win In 2007. Gautam Gambhir Shares His Picture Not Of The WC Winning Team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X