আইপিএল ট্রফি নিয়ে কী মত জিভার, ফাঁস করলেন ধোনি
রূপকথায় মতো দুই বছরের নির্বাসন কাটিয়ে ফিরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস আইপিএল ট্রফি জিতে নিয়েছে। হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে সিএসকে তৃতীয়বার ট্রফি ঘরে তুলল। শ্যেন ওয়াটসন ১১৭ রান করে অপরাজিত থাকেন। এবার জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ছুঁয়ে ফেলল চেন্নাই।

চেন্নাইয়ের তিন তারকা মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না ও হরভজন সিংয়ের মেয়েরা রীতিমতো আইপিএল কাঁপিয়েছেন। সবচেয়ে জনপ্রিয় অবশ্যই ধোনির মেয়ে জিভা। আইপিএল জিতে উঠেই মেয়ে জিভাকে কোলে নিয়ে ধোনি সারা মাঠ ঘুরেছেন।
গোটা দল যখন আইপিএলের ট্রফি ঘিরে উল্লসিত তখন ধোনি মেয়েকে কোলে চাপিয়ে ঘুরেছেন। ছবি তুলেছেন। ধোনি জানিয়েছেন, জিভা আইপিএল ট্রফি নিয়ে বিন্দুমাত্র উৎসাহিত নয়। সে শুধু ছাড় পেলেই দৌড়ে বেড়াতে চায়। বলেছেন ধোনি।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/Thala?src=hash&ref_src=twsrc%5Etfw">#Thala</a> Super Happy! <a href="https://twitter.com/hashtag/WhistlePodu?src=hash&ref_src=twsrc%5Etfw">#WhistlePodu</a> <a href="https://twitter.com/hashtag/SuperChampiones?src=hash&ref_src=twsrc%5Etfw">#SuperChampiones</a> 🦁💛 <a href="https://t.co/klLy0tgnb2">pic.twitter.com/klLy0tgnb2</a></p>— Chennai Super Kings (@ChennaiIPL) <a href="https://twitter.com/ChennaiIPL/status/1000832151108005888?ref_src=twsrc%5Etfw">May 27, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রসঙ্গত, ধোনির মেয়ে জিভা, রায়নার মেয়ে গ্রেসিয়া ও হরভজনের মেয়ে হিনয়াকে সবসময় মাঠে দেখা গিয়েছে। তাদের মধ্যে জনপ্রিয়তায় অবশ্যই এগিয়ে জিভা। মায়ের কোলে কোলে প্রতিটি ম্যাচে মাঠে নেমে হুল্লোড় করেছে সে। ফাইনালে হায়দরাবাদের বিরুদ্ধে জিতে ওঠার পরও তাদের উৎসাহের কমতি ছিল না। জেতার পর বাবাদের সঙ্গে মাঠে ঢুকে পড়েছে সুপার কিংসের তারকা ক্রিকেটারদের খুদে ছেলেমেয়েরা। তারপল হুল্লোড়ে মেতে উঠেছে।