For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের টুইটে জল্পনা, অবসরের পর বিজেপিতে যাচ্ছেন ধোনি?

অমিতের টুইটে জল্পনা, অবসরের পর বিজেপিতে যাচ্ছেন ধোনি?

  • |
Google Oneindia Bengali News

ভক্তদের চমকে দিয়ে স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেটকে 'গুড বাই' জানিয়ে দিয়েছেন ধোনি। তবে আইপিএল খেলবেন। এরপর? ধোনির পরবর্তী কেরিয়ার কী হতে চলেছে সেই নিয়ে জল্পনা তুঙ্গে।

'সামবাডি ব্লিউ আপ আমেরিকা'

'সামবাডি ব্লিউ আপ আমেরিকা'

২০০২ সালে নিউ জার্সির কবি আমিরি বারাকার কবিতা 'সামবাডি ব্লিউ আপ আমেরিকা'কে নিয়ে বিতর্কের ঝড় ওঠে প্রবল। এই রাজনৈতিক কবিতায় ৯/১১ তে মার্কিন মুলুকে সন্ত্রাসবাদীদের হামলার বিষয়ে ইজরায়েল ও মার্কিন রাষ্ট্রপতি বুশ আগে থেকে জানতেন বলে অভিযোগের সুর শোনা যায়। এ বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে তাঁর প্রভুত বাদ বিবাদ দেখা যায়।

কীভাবে অবসর ধোনির

কীভাবে অবসর ধোনির

অবসরেও সবার চেয়ে আলাদা ধোনি। ভারতীয় ক্রিকেটে এভাবে একটা সোশ্যাল মিডিয়া পোস্টে অতীতে কোনও ক্রিকেটারকে অবসর নিতে দেখা যায়নি। অতীতে যেমন হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে গুডবাই জানিয়েছিলেন। সীমিত ওভারে অধিনায়কত্বের ব্যাটন ছেড়ে দিয়েছিলেন। এবারও সবাইকে অবাক করে স্বাধীনতা দিবসের সন্ধ্যেতে এই ইনস্টাগ্রাম পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন। কে জানত! আন্তর্জাতিক ক্রিকেটকে এভাবে বিদায় জানাবেন! না কোনও ফেয়ারওয়েল ম্যাচ, না কোনও জমকালো ফেয়ারওয়েল স্পিচ। কম কথার মানুষ, কথা কম কাজ বেশি থিরোরিতে বিশ্বাসী। দেশের জার্সিতে দাঁড়ি টানাতেও সেটাই করলেন। ইনস্টা পোস্টে ধোনি লেখেন, 'এতদিন ধরে আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ৭টা বেজে ২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত বলে গণ্য করবেন।'

 'ডাইভিং ইন্টু রেক'

'ডাইভিং ইন্টু রেক'

অ্যাড্রিয়েন রিচের কবিতা 'ডাইভিং ইন্টু রেক'-এর নিয়েও এক সময়ে প্রবল বিতর্ক দেখা যায়। এই কবিতায় কবিমনের এক অদ্ভুত দ্বৈতলিঙ্গ সত্ত্বা প্রকাশ পায়, বলে মত সমালোচকদের।আর সেই সত্ত্বাকে ঘিরেই শুরু হয় যাবতীয় বিতর্ক। অনেকেই এই কবিতাকে আবার চূড়ান্ত পুরুষতান্ত্রিক কবিতা বলে মনে করেছেন।

রাজনীতি নামবেন ধোনি?

রাজনীতি নামবেন ধোনি?

দেশের জার্সিতে ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক এবার রাজনীতিতে নামতে চলেছে বলে জোর গুঞ্জন।

'দ্য সেকেন্ড কামিং'

'দ্য সেকেন্ড কামিং'

বিখ্যাত কবি ডাব্লিউ বি ইয়েটসের 'দ্য সেকেন্ড কামিং' নিয়েও বিতর্ক কিছু কম হয়নি। প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে লেখা এই কবিতায় রক্তপাত ও একনায়কতন্ত্র নিয়ে বহু প্রশ্ন তুলে ধরেন কবি ইয়েটস। তবে পরবর্তীকালে বহু কবির কাছেই এই বিখ্যাত কবিতা একটি কাব্যিক আদর্শ হয়ে ওঠে।

বিজেপিতে যোগ দিতে পারেন ধোনি

বিজেপিতে যোগ দিতে পারেন ধোনি

নেটিজেনদের একাংশের মধ্যে আরও জল্পনা, ধোনির রাজনীতিতে নামা নিয়ে শুধু সময়ের অপেক্ষা। এর মাঝেই আবার বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিও এক সাক্ষাৎকারে বলেন, তিনি দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বিজেপিতে দেখতে চান। জনতা পার্টির সাংসদের এই বক্তব্যের পরই ধোনির বিজেপি যোগদান নিয়ে চর্চা তুঙ্গে।

 'হাউল'

'হাউল'

১৯৫৬ সালে অ্যালেন গিনসবার্গের 'হাউল অ্যান্ড অদার পোয়েমস্' প্রকাশিত হয়। এই বইয়ের কাবিতগুচ্ছের মধ্যে 'হাউল' কবিতায় কবির সমকামী ভাবনার উদ্রেক হয় বলে দাবি করেন তৎকালীন সাহিত্য সমালোচকরা। প্রসঙ্গত, এমন এক সময়ে তাঁর এই কবিতা প্রকাশিত হয়, যখন সারা বিশ্বের বিভিন্ন দেশে সমকামীতাকে অসুস্থতা বলে দাবি করতে শুরু করা হয়। ফলে এই কবিতাকে ঘিরেও বিতর্ক কিছু কম দূর এগোয়নি।

অমিত শাহের টুইটে জল্পনা তুঙ্গে

অমিত শাহের টুইটে জল্পনা তুঙ্গে

ধোনির অবসরের দিনে বিজেপি নেতা অমিত শাহ দুটি টুইট করেছেন। যেখানে একটি টুইটে কোটি কোটি ক্রিকেট ভক্তের মতো তিনিও ধোনির খেলা, হেলিকপ্টার শট মিস করবেন বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে ধোনির ঠান্ডা মাথায় দেশকে দুবার বিশ্বকাপ দিয়েছেন বলেও শাহ তাঁর পোস্টে তারিফ করেছেন।

'দ্য ওয়েস্ট ল্যান্ড'

'দ্য ওয়েস্ট ল্যান্ড'

১৯২২ সালে প্রকাশ পায় টি.এস এলিয়টের 'দ্য ওয়েস্ট ল্যান্ড'। এই কবিতাটিও প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা। কবিতার লেখনি ঘরানা নিয়ে সে সময় সাহিত্যিকদের মধ্যে বেশ সমালোচনার রব ওঠে। মুক্ত কবিতা ও চিরাচরিত কবিতার মধ্যে তৎকালীন সময়ে এই কবিতা এক বড়সড় বিতর্ক তৈরি করে। তবে অবশ্যই তা সাহিত্য সমাজের গণ্ডিতেই আবদ্ধ ছিল।

অমিতের দ্বিতীয় পোস্ট

অমিতের দ্বিতীয় পোস্ট

আরেকটি পোস্টে অমিত শাহ লেখেন, 'ধোনির আগামী ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।' এই পোস্টের পরই দেশের জার্সিতে অবসরের পর তাহলে কি ধোনি বিজেপিতে যাচ্ছেন এই কৌতুহল তৈরি হয়েছে। অনেকে আবার ধোনিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই বলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন।

English summary
Ms Dhoni retired: will ms join bjp, speculating on Dhoni's entry in politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X