For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়াংখেড়েতে বিশ্বকাপ জেতানো ছক্কা আছড়ে পড়ার জায়গায় বসতে পারে ধোনির নামে বিশেষ সিট

ওয়াংখেড়েতে বিশ্বকাপ জেতানো ছক্কা আছড়ে পড়ার জায়গায় বসতে পারে ধোনির নামে বিশেষ সিট

  • |
Google Oneindia Bengali News

২ এপ্রিল ২০১১, ওয়াংখেড়েতে বিশ্বকাপ ফাইনালের রাতে ছক্কা হাঁকিয়ে ভারতকে বিশ্বকাপ দিয়েছিলেন। ২৮ বছর বিশ্বকাপ জিতেছিল ভারত। এবার সেই ওয়াংখেড়তেই বসতে পারে ধোনির নামে সিট!

অবসরের পর ধোনিকে নিয়ে আবেগের সুনামি

অবসরের পর ধোনিকে নিয়ে আবেগের সুনামি

শনিবার স্বাধীনতা দিবসের সন্ধ্যেতে ফ্যানদের চমকে দিয়ে অবসর নিয়ে ফেলেছেন ধোনি। যারপর তাঁকে ঘিরে দেশ জুড়ে আবেগের সুনামি! ফ্যানেরা তাঁর সাত নম্বর জার্সি সংরক্ষণের জন্য বিসিসিআইকে অনুরোধ জানাচ্ছেন, তো অন্যদিকে ঝাড়খণ্ডে মুখ্যামন্ত্রী রাঁচিতে ধোনির ফেয়ারওয়েল ম্যাচ করতে চেয়ে বোর্ডকে প্রস্তাব দিতে চান। অবসরের পর ধোনিকে নিয়ে এভাবেই চলছে আবেগের সুনামি।

এবার ওয়াংখেড়েতে ধোনির নামে সিট

এবার ওয়াংখেড়েতে ধোনির নামে সিট

যে ওয়াংখেড়ে ছক্কা হাঁকিয়ে ধোনি ভারতকে ফাইনাল জিতিয়েছিলেন, সেই মাঠেই এবার ধোনির নামে অজীবনের জন্য সিট রাখার ভাবনা।

ধোনির নামে সিট রাখার প্রস্তাব

ধোনির নামে সিট রাখার প্রস্তাব

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য অজিঙ্ক নায়ক সোমবার এমসিএ-র কাছে ধোনির নামে ওয়াংখেড়েতে সিট রাখার প্রস্তাব দেন। বিশ্বকাপ ফাইনালের ধোনির ব্যাট থেকে বিশ্বকাপ জয়ের ছক্কাটি স্যান্ডের যে অংশে পড়েছিল, সেখানেই এবার ধোনির নামাঙ্কিত সিট তৈরির প্রস্তাব রাখা হয়েছে। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানকে সম্মান জানাতেই এই সিট তৈরির ভাবনা।

অতীতে বিশ্বকাপের ছক্কার কারণে গ্যালারিতে বসেছে বিশেষ সিট

অতীতে বিশ্বকাপের ছক্কার কারণে গ্যালারিতে বসেছে বিশেষ সিট

প্রসঙ্গত ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের এডেন পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে কিউয়িদের সেমিফাইনালে তুলেছিলেন গ্রান্ট এলিয়ট। কিউয়ি অলরাউন্ডারের ছক্কাটি গ্যালারির যেখানে আছড়ে পড়েছিল, পরে তাঁকে সম্মান জানিয়ে এলিয়টের নামে সেখানেই বিশেষ সিট তৈরি করা হয়।

English summary
MS Dhoni retired: Mahi may get a permanent seat at Wankhede Stadium
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X