For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনি না সরফরাজ, কার ক্যাচ সেরা, ফ্যানেদের বেছে নিতে বলল আইসিসি

বিশ্বকাপে কিপারদের মধ্যে সেরা কোনটা? ধোনি ও সরফরাজের শূন্য শরীর ছুঁয়ে দিয়ে দুই ক্যাচের ভিডিও পোস্ট করে ফ্যানেদের কাছে উত্তর চাইল আইসিসি।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে কিপারদের মধ্যে সেরা কোনটা? ধোনি ও সরফরাজের শূন্যে শরীর ছুঁয়ে দিয়ে দুই ক্যাচের ভিডিও পোস্ট করে ফ্যানেদের কাছে উত্তর চাইল আইসিসি।

উল্লাস

উল্লাস

এশিয়া টি২০ ম্যাতে ভারত পাকিস্তানকে হারানোয় উৎসব জেএনইউ পড়ুয়াদের।

ধোনির ক্যাচ-

বৃহস্পতিবার উইকেটের পিছনে দস্তানা হাতে দুর্দান্ত ক্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্রেথওয়েটকে(১রানে) প্যাভিলিয়নে পাঠান ধোনি। বুমরাহের বল ব্রেথওয়েটের ব্যাট ছুঁতেই ডানদিকে ঝুঁকে কঠিন ক্যাচকে সহজে তালুবন্দি করেন মাহি। অনবদ্য ক্যাচটির জন্য ধোনি বন্দনায় মেতেছে ভারতীয় ক্রিকেট ফ্যানেরা।

দুর্ঘটনা

দুর্ঘটনা

অল্পের জন্য প্রাণে বাঁচলেন কেরালার মুখ্যমন্ত্রী ওমান চণ্ডী। রবিবার ভোরবেলা তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কোট্টামে রাস্তার ধারে চলে যায়। যদিও আঘাত লাগেনি মুখ্য়মন্ত্রীর। তিনি সুস্থ অবস্থাতেই রয়েছেন।

সরফরাজের ক্যাচ

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগের দিন পাক-নিউজল্যান্ড ম্যাচে একই কায়দায় ডান দিকে ঝুঁকে কঠিন ক্যাচ নিয়েছেন সরফরাজ আহমেদ। শাহিন আফ্রিদির বল, রস টেলার ব্যাট ছুঁয়ে বেড়োতেই শরীর ছুঁড়ে দিয়ে ক্যাচ সম্পূর্ণ করেন পাক অধিনায়ক। ৩ রানে প্যাভিলিয়নে ফেরেন টেলর।

মহারাষ্ট্র

মহারাষ্ট্র

নজিরবিহীন: ৭ সন্তান সহ পরিবারের ১৪ জনকে খুন করে আত্মহত্যা যুবকের> ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে এলাকায়।

ফ্যানেদের প্রতিক্রিয়া-

দুই ক্যাচ পোস্ট করে কোনটি সেরা জানতে চাইলে,ধোনির ক্যাচের পক্ষে ভোট দিয়েছে ক্রিকেট ফ্যানেরা।

টুইটে ফ্যানেরা লিখেছেন, বল ডেলিভারি হওয়ার আগের মুহূর্তে অফ স্টাম্পে পৌঁছে ছিলেন সরফরাজ। অন্যদিকে ক্যাচ নেওয়ার আগে ধোনি মিডল স্টাম্পে দাঁড়িয়ে ছিলেন। সেক্ষেত্রে ধোনির ক্যাচ অনেক বেশি কঠিন।

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

আজ বরেলিতে কিষান সমাবেশে বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ফ্যানেদের ভোট ধোনির পক্ষে

অন্য এক ফ্যান ছবির মাধ্যমে দেখিয়েছেন, ক্যাচ নেওয়ার মুহূর্তে শূন্যে ছিলেন ধোনি আর সরফরাজ পায়ের উপর ভর দিয়ে ক্যাচটি নিয়েছেন। দুই ম্যাচের মধ্যে ধোনির ক্যাচকেই তাই এগিয়ে রাখছেন ক্রিকেটপ্রেমীরা।

টোল প্লাজায় হামলা

টোল প্লাজায় হামলা

দিল্লির বদরপুর এলাকার টোল প্লাজায় কোষাধ্যক্ষ ও নিরাপত্তারক্ষীকের গুলি করে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি। আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

English summary
MS Dhoni or Sarfaraz Ahmed, icc asked which one-handed catch it better in CWC2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X