For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলি ও টিম ম্যানেজমেন্টের অনুরোধেই ২০২০ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন ধোনি

২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোহলি ও টিম ম্যানেজমেন্টের অনুরোধে আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন ধোনি।

  • |
Google Oneindia Bengali News

২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোহলি ও টিম ম্যানেজমেন্টের অনুরোধে আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন ধোনি। বিশ্বকাপ উত্তর পর্বে ধোনির অবসর নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে আলোচনা তুঙ্গে। সত্যিই কি ক্রিকেট ছাড়তে চলেছেন ধোনি, নাকি খেলা চালিয়ে যাবেন? নানা প্রশ্নের মাঝে সামনের দু'মাস ধোনি চলেছেন সেনাবাহিনীতে।

কেন ধোনিকে অবসর নিতে মানা করেছে দল

কেন ধোনিকে অবসর নিতে মানা করেছে দল

এর মাঝে সোমবার ভারতীয় দল সূত্রের খবর, টিম ম্যানেজমেন্টের অনুরোধেই বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন মাহি। বিশ্বকাপে ঋষভ পন্থকে ফোকাসে রাখা হচ্ছে। সেক্ষেত্রে ২০২০ বিশ্বকাপের আগের সময়ের মধ্যে পন্থ কোনও কারণে আশানুরূপ ফল দিতে না পারলে বা চোট পেলে সেক্ষেত্রে ভারতীয় দলে কিপার ব্যাটসম্যানের শূন্যতা তৈরি হবে। ধোনি আগেই অবসর নিয়ে ফেললে সেক্ষেত্রে কোহলি ও দলের কাছে বিকল্প থাকবে না। দ্রুত অন্য কোনও ব্যাক আপ কিপার তৈরি করে তাঁকে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে পাঠিয়ে দেওয়াটাও বুদ্ধিমানের হবে না।

দ্বৈত ভূমিকায় মাহি

দ্বৈত ভূমিকায় মাহি

সূত্রের খবর, সেকারণেই ধোনিকে এখন খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে দল। যাতে মাহি অন্তত বিশ্বকাপ পর্যন্ত দলের মিডল অর্ডারের হাল ধরেন। সেক্ষেত্রে আগামী দিনে দলে দ্বৈত ভূমিকায় থাকতে পারেন মাহি। খেলা চালিয়ে গেলে ক্রিকেটার ধোনির পাশাপাশি তিনি দলে থেকে পন্থের মেন্টরের ভূমিকায় কাজ চালিয়ে যেতে পারেন।

কিপার ধোনির অভাব পূরণ করতে পারেন কারা

কিপার ধোনির অভাব পূরণ করতে পারেন কারা

ধোনির জুতোয় ইতিমধ্যে পা গলিয়েছেন ঋষভ পন্থ। ঋষভ চোট পেলে সেক্ষেত্রে কারা?দীনেশ কার্তিককে ওয়েস্ট ইন্ডিজ সফরে না রেখে নির্বাচকরা আগেই বার্তা দিয়েছেন, পিছনে ফিরে নয়, সামনে তাকাতে চান তারা। সেক্ষেত্রে পন্থ চোট পেলে রাহুলকে স্টপ গ্যাপ কিপার করতে পারে দল। ধীরে ধীরে ঈশান কিষাণকেও দেখে নিতে চাইবেন নির্বাচকরা।

English summary
MS Dhoni may continue his career until T20 World Cup 2020 after Virat Kohli's request
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X