For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের আগে কোন টুর্নামেন্টে খেলতে দেখা যাবে ধোনিকে,জেনে নিন

২০২০ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন ধোনি।

  • |
Google Oneindia Bengali News

জুলাইয়ে শেষবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিলেন। এরপর আর বাইশ গজে ফেরেননি ভারতকে টি-টোয়েন্টি (২০০৭) ও পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ(২০১১) দেওয়া দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই ধোনিকে এবার বাইশ গজে প্রত্যাবর্তন করতে দেখা যেতে পারে।

আইপিএলের আগে ধোনিকে কোন টুর্নামেন্টে খেলতে দেখা যেতে পারে

আইপিএলের আগে ধোনিকে কোন টুর্নামেন্টে খেলতে দেখা যেতে পারে

ধোনির প্রতীক্ষায় থাকা ক্রিকেটভক্তদের অপেক্ষার অবসান হতে চলেছে। ২০২০ সালে মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশের মাটিতে মার্চে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

ম্যাচ কবে, জেনে নিন সূচি

ম্যাচ কবে, জেনে নিন সূচি

সেই দুই ম্যাচের জন্য বিসিসিআইয়ের থেকে ভারতের সাত সেরা ক্রিকেটারকে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে। সেক্ষেত্রে কোহলি-রোহিত-বুমরাহের সঙ্গে ম্যাচ খেলতে পারেন ধোনি। ২০২০ সালে ১৮ ও ২১ মার্চ দুটি ম্যাচ খেলা হবে। আইসিসির পক্ষ থেকে ম্যাচ দুটিকে আন্তর্জাতিক ম্যাচ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যে ৭ ক্রিকেটারকে চেয়ে পাঠানো হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যে ৭ ক্রিকেটারকে চেয়ে পাঠানো হয়েছে

ভারত অধিনায়ক বিরাট কোহলি,সীমিত ওভারের সহঅধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি,বোলার জসপ্রীত বুমরাহ,অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা,অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও পেসার ভুবনেশ্বর কুমারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চেয়ে পাঠানো হয়েছে।

English summary
আইপিএলের আগে কোন টুর্নামেন্টে খেলতে দেখা যাবে ধোনিকে,জেনে নিন
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X