For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজারে এল 'ড্রোনি', সামনে আনলেন ধোনি

বাজারে এল 'ড্রোনি', সামনে আনলেন ধোনি

Google Oneindia Bengali News

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অনেক কোম্পানিরই প্রচারের মুখ। তাঁকে সামনে রেখে একাধিক সংস্থা নিজেদের ব্যবসার প্রচার করেন যার মধ্যে অন্যতম গারুডা এরোস্পেশ। এই সংস্থাটির প্রচেষ্টা এমন ড্রোন বাজারে নিয়ে আসার যার ফলে চাষিরা কীটনাশক ছড়াতে সেই ড্রোনের প্রয়োগ করতে পারেন। এ ছাড়াও একাধিক ব্যবসা রয়েছে ঁএই সংস্থার।

বাজারে এল ড্রোনি, সামনে আনলেন ধোনি

সম্প্রতি এই সংস্থা একটি ড্রোন বাজারে নিয়ে এসেছে যার নাম রাখা হয়েছে 'ড্রোনি'। রবিবারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সেই ক্যামেরা ড্রোন বাজারে লঞ্চ করেন মহেন্দ্র সিং ধোনি। এমনটাই খবর সংবাদ সংস্থার। অত্যন্ত সম্ভব প্রাক্তন ভারত অধিনায়কের পদবী থেকে অনুপ্রাণিত হয়েই ড্রোনটির নাম রাখা হয়েছে ড্রোনি। চেন্নাইয়ের এই ইভেন্টে নতুন আত্মপ্রকাশ করে 'কিষান ড্রোন'। এগ্রিকালচার সেক্টরকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই ড্রোন, বিশেষ করে কোনও কিছু স্প্রে করার জন্য এটি অত্যন্ত কার্যকরী। সংবাদ সংস্থার রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ব্যাটারি চালিত এই ড্রোন দৈনিক ৩০ একর জমিত কীটনাশক বহন করে তা স্প্রেন করতে সক্ষম।

এই ইভেন্টে মহেন্দ্র সিং ধোনি জানান, কোভিড-১৯-এর কারণে লক ডাউনের সময়ে তাঁকে আকৃষ্ট করেছে কৃষিকাজ। এই ড্রোন চাষিদের কী কী কাজে লাগবে এবং তাঁরা কী ভাবে এই ড্রোনের মাধ্যমে উপকৃত হবেন সেই বিষয়েও এ দিন জানান মাহি। এই ড্রোনটির নির্মানকারী সংস্থার প্রতিষ্ঠাতা এবং মুখ্য আধিকারিক অগ্নিশ্বর জয়প্রকাশ জানিয়েছেন চলতি বছরের শেষের দিক থেকেই বাজারে এই ড্রোন কিনতে পাওয়া যাবে। তিনি বলেছেন, "আমাদের ড্রোনি ড্রোন দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং বিভিন্ন নজরদারির উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। এটি প্রযুক্তিগত দিক থেকে উচ্চমানের এবং দক্ষতা এবং একটানা কাজ করতে পারে।"

ইন্ডিয়া ড্রোন অ্যাসোসিয়েশনের সভাপতি ভারতীয় বায়ু সেনার প্রাক্তন উইং কমান্ডার আনন্দ কুমার দাস জানিয়েছেন, তিনি আশাবাদী এই প্ল্যাটফর্ম (গ্লোবাল ড্রোন এক্সপো) ড্রোন ইন্ডাস্ট্রিকে প্রোমোট করার ক্ষেত্রে এবং এর উন্নতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

চেন্নাইয়ে গ্লোবাল ড্রোন এক্সপো-এ ১৪টি আন্তর্জাতিক ড্রোন প্রস্তুতকারী সংস্থার ১৫০০ জন অংশ নিয়েছিল। দেশের ২৮টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছিল এই ইভেন্টে।

সৌরভের জায়গায় বিসিসিআই সভাপতি হচ্ছেন রজার বিনি, কে বসছেন বোর্ডের কোন পদে?সৌরভের জায়গায় বিসিসিআই সভাপতি হচ্ছেন রজার বিনি, কে বসছেন বোর্ডের কোন পদে?

English summary
MS Dhoni launches camera Drone called Droni which is totally made with Indian Technology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X