For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের রেকর্ড গড়লেন ধোনি! ৩৫০ ছক্কায় উড়িয়ে দিলেন অবসরের দাবি, পার করলেন টি২০ মাইলফলকও

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি২০আই-তে ২৩ বলে ৪০ রানের ইনিংসে ৩টি ছয় মেরে প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৩৫০টি ছয় মারলেন মহেন্দ্র সিং ধোনি।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি২০আই ম্যাচেই মন্থর ব্যাটিং-এর জন্য সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এমনকী তাঁর অবসরের দাবিও উঠেছিল। তার পরের ম্যাচেই ২৩ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে তার জবাব দিলেন তিনি। শুধু তাই নয় ইনিংসে ৩টি ছয় মেরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে ৩৫০টি ছয় মারার রেকর্ড করলেন তিনি। ভারতের হয়ে প্রথম ৩০০টি ছয়-ও তিনিই মেরেছিলেন।

বেঙ্গালুরু ম্যাচের আগে ধোনি ও রোহিত শর্মা দুজনেই ৩৪৯টি আন্তর্জাতিক ছয় মেরেছিলেন। এদিন রোহিতকে বিশ্রাম দেওয়া হয়। ফলে ধোনির সামনেই প্রথম ভারতীয় হিসেবে ৩৫০ আন্তর্জাতিক ছয় মারার সুযোগ ছিল। এদিন তাঁর পাশাপাশি বিরাট কোহলি (৩৮ বলে ৭২) ৬টি ও কেএল রাহুল (২৬ বলে ৪৭) ৪টি ছয় মারেন। ভারত তুলেছিল ১৯০ রান। কিন্তু উল্টোদিকে ৯ ছয়ের দাপটে ৫৫ বলে অপরাজিত ১১৩ রান করে অস্ট্রেলিয়াকে ম্য়াচ জেতান ম্য়াক্সওয়েল।

দেখে নেওয়া যাক ক্রিকেটের কোন ফর্ম্যাটে কটি ছয় মেরেছেন ধোনি -

টেস্ট ক্রিকেটে

টেস্ট ক্রিকেটে

৯০টি টেস্ট খেলে ১৪৪টি ইনিংসে ধোনি মোট ৭৮টি ছয় মেরেছেন। টেস্ট ক্রিকেট খেলা বন্ধ করে দেওয়ায় লাল বলের ক্রিকেটে ছয়ের সংখ্যা বাড়ানোর আর সুযোগ নেই তাঁর সামনে।

একদিনের ক্রিকেটে

একদিনের ক্রিকেটে

একদিনের ক্রিকেটে ধোনি মোট ৩৩৮টি ম্যাচে ২৮৬ ইনিংসে ২২২টি ছয় মেরেছেন। এরমধ্যে ২টি ছয় তিনি এশিয়া একাদশের জার্সিতে মেরেছেন।

আন্তর্জাতিক টি২০ ম্য়াচে

আন্তর্জাতিক টি২০ ম্য়াচে

এদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে ধোনি ৩টি ছয়ই মারেন ডার্সি শর্টের বলে। প্রথম ছয়টি মেরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ ছয়ের মাইলফলকে পৌঁছনোর পাশাপাশি টি২০আই ক্রিকেটে ৫০টি ছয়ের মাইলফলকেও পৌঁছান। আরও ২টি ছয় মারার ফলে মোট ৯৮টি টি২০আই ম্যাচে ৮৫ ইনিংসে ৫২টি ছয় মারলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

আইপিএল-এ

আইপিএল-এ

৩৫০ আন্তর্জাতিক ছয় মারার পাশাপাশি আইপিএল-এ চেন্নাাই সুপারকিংস ও রাইজিং পুনে সুপারজায়ান্টস-এর জার্সিতে মোট ১৭৫টি ম্যাচে ১৫৮ ইনিংসে ১৮৬টি ছয় মেরেছেন ধোনি।

English summary
With 3 sixes in his 23 ball 40 run innings against Australia in the second T20I, MS Dhoni has become the first Indian to hit 350 sixes in international cricket. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X