For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনি-রায়না লর্ডসে, থালা ও চিন্না থালাকে নিয়ে উচ্ছ্বসিত CSK ভক্তরা, মাহি কি থাকবেন বিশ্বকাপেও?

Google Oneindia Bengali News

মহেন্দ্র সিং ধোনি এখন রয়েছেন ইংল্যান্ডে। সেখানেই এবারের জন্মদিন পালন করেছেন। ভারতের ম্যাচ দেখতে মাঠে হাজির থাকছেন। কখনও বা ড্রেসিংরুমে গিয়ে পরামর্শ দিতেও দেখা যাচ্ছে। তবে গতকালের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে চেন্নাই সুপার কিংসের থালা ও চিন্না থালাকে পাশাপাশি। দুজনে একসঙ্গে লর্ডসে খেলাও দেখেছেন।

থালা মেট চিন্না থালা

সুরেশ রায়না গতকাল নিজের ইনস্টাগ্রাম পোস্টে ধোনির সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা গিয়েছে, একে অপরের কাঁধে হাত রেখে ক্যামেরার দিকে হাসিমুখে ছবি তুলেছেন দুজনেই। যা দুজনের সম্পর্ক নিয়ে জল্পনায় ইতি টানার পক্ষে যথেষ্ট। সুরেশ রায়নার প্রতি চেন্নাই সুপার কিংসের আগ্রহ হারানো, নিলাম থেকে তাঁকে দলে না নেওয়া, এ সবের পিছনে ধোনি ও রায়নার সম্পর্কের শীতলতার দিকেই আঙুল তুলছিলেন অনেকে। দুজনের সম্পর্ক আর আগের মতো ঘনিষ্ঠ নয় বলেও বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল। যদিও থালা ও চিন্না থালাকে পাশাপাশি দেখে উচ্ছ্বসিত চেন্নাই সুপার কিংসের ভক্তরা।

পারফেক্ট টেন

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসে বহু ম্যাচ খেলেছেন সুরেশ রায়না। ধোনির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন। চেন্নাইয়ের সাফল্যের অন্যতম কারিগর এই দুজন। ধোনিকে থালা ও রায়নাকে চিন্না থালা বলে অভিহিত করে থাকেন ক্রিকেটপ্রেমীরা। চেন্নাই সুপার কিংস যে ভিডিও পোস্ট করেছে তাতে দেখা গিয়েছে গাড়ি থেকে নেমে একসঙ্গেই লর্ডসে খেলা দেখতে ঢুকছেন ধোনি ও রায়না। সেই ভিডিও পোস্ট করে সিএসকে ক্যাপশনে লিখেছে, দুই ভাইয়ের রিইউনিয়ন! আবার ধোনির জার্সির ৭ নম্বর ও রায়নার ৩ নম্বর জার্সির কথা মনে করিয়ে দুটিকে জুড়ে পারফেক্ট টেনও বলা হয়েছে।

উচ্ছ্বসিত ভক্তরা

গতকাল লর্ডসে সুরেশ রায়নাকে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন সতীর্থ হরভজন সিংয়ের পাশে বসেও খেলা উপভোগ করতে দেখা গিয়েছে। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে ধোনির সঙ্গে তাঁর কাটানো তাঁর বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও। ধোনি নিয়মিত ইংল্যান্ডে ভারতের খেলা দেখতে হাজির থাকছেন। গত টি ২০ বিশ্বকাপে ভারতের মেন্টর হিসেবে রাখা হয়েছিল ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। টি ২০ বিশ্বকাপে এবারও ধোনির ক্ষুরধার মস্তিষ্ককে কাজে লাগানোর পরিকল্পনা বিসিসিআইয়ের রয়েছে কিনা সেই জল্পনাকে জোরালো করছে মাঠ বা ড্রেসিংরুমে মাহির উপস্থিতি।

ধোনিকে বিশ্বকাপে রাখার দাবি

পার্থিব প্যাটেল ও ঋষভ পন্থের সঙ্গেও ধোনিকে দেখা গিয়েছে এক ফ্রেমে। আবার ভারতীয় ড্রেসিংরুমে গিয়েও উইকেটকিপারদের পরামর্শ দিয়েছেন ধোনি। হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে মহেন্দ্র সিং ধোনিকে বিশ্বকাপের আসরে রাখা হলে সেটা ইতিবাচক ভূমিকা নিতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞই। ধোনির নেতৃত্বে ভারত টি ২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। টি ২০-তে দ্রুত সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে ধোনির পরামর্শ কাজে লাগতেই পারে। আইপিএলে অধিনায়ক হিসেবে সাফল্যের নিরিখে রোহিত শর্মার পরই রয়েছেন ধোনি। আইপিএলের শেষে ধোনির কাছে টিপস নিতে ছুটতে দেখা যায় প্রতিপক্ষ ক্রিকেটারদেরও। শক্তিশালী দলের সঙ্গে ধোনিকে মেন্টর হিসেবে রাখা হলে ভারত অস্ট্রেলিয়ায় বাজিমাত করবে বলে নিশ্চিত মাহি-ভক্তরাও।

(প্রচ্ছদের ছবি- সুরেশ রায়না টুইটার)

বিরাটকে নিয়ে ফের সরব কপিল, কোহলি ও ভারতীয় নির্বাচকদের প্রতি দিলেন কোন বার্তা? বিরাটকে নিয়ে ফের সরব কপিল, কোহলি ও ভারতীয় নির্বাচকদের প্রতি দিলেন কোন বার্তা?

English summary
MS Dhoni And Suresh Raina Have Watched India vs England 2nd ODI At Lord's. Chennai Super Kings Shared A Special Video Which Goes Viral.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X