For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএসকে-এর আইপিএল শিবিরে যোগ দেবেন করোনা নেগেটিভ এমএস ধোনি

সিএসকে-এর আইপিএল শিবিরে যোগ দেবেন করোনা নেগেটিভ ধোনি

  • |
Google Oneindia Bengali News

দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কোভিড-১৯ টেস্ট নেগেটিভ এসেছে। এর অর্থ, আইপিএল উপলক্ষ্যে চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবিরে যোগ দিতে তাঁর আর কোনও বাধা রইল না। একই ভাবে কিংস ইলেভেনের অন্যতম ভরসা করুণ নায়ারের কোভিড-১৯ টেস্ট রিপোর্টও নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে।

নেগেটিভ এমএস ধোনি

নেগেটিভ এমএস ধোনি

বুধবার রাঁচির সিমালিয়ার ফার্ম হাউস থেকে মহেন্দ্র সিং ধোনির রক্ত এবং শ্লেষ্মার নমুনা সংগ্রহ করেন গুরু নানক হাসপাতালের মাইক্রো ল্যাবের কর্মীরা। বৃহস্পতিবারই সেই পরীক্ষার ফল জানানো হয়। বলা হয়, দেশের সর্বকালের সেরা অধিনায়কের শরীরে আঁচড় কাটতে পারেনি করোনা ভাইরাস। সেই খবরে উচ্ছ্বসিত হয়েছেন ধোনি ও সিএসকে ফ্যানরা।

সিএসকে শিবিরে যোগ দেবেন ধোনি

সিএসকে শিবিরে যোগ দেবেন ধোনি

এখনও পর্যন্ত যা খবর, করোনা ভাইরাসের আবহে তামিলনাড়ু সরকারের তরফে ছাড়পত্র পেলে আগামী ১৫ থেকে ২০ অগাস্ট পর্যন্ত চিপক স্টেডিয়ামে আইপিএলের প্রস্ততি শিবিরে যোগ দেবেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার। এমএস ধোনি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, পীয়ূষ চাওলার মতো ক্রিকেটাররা ওই শিবিরে অংশ নেবেন বলে খবর। ২১ অগাস্ট গোটা দল চেন্নাই থেকে দুবাই রওয়ান হবে বলে জানানো হয়েছে।

শিবিরে নেই জাদেজা

শিবিরে নেই জাদেজা

ব্যক্তিগত কারণে চেন্নাই সুপার কিংস আয়োজিত আইপিএলের প্রস্তুতি শিবিরে হয়তো থাকতে পারবেন না দলের অন্যতম ভরসা তথা অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি দলের সঙ্গে দুবাইতে সরাসরি যুক্ত হবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে সিএসকের প্রস্তুতি শিবিরে বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি ছাড়া প্রশিক্ষণ দলের অন্য কোনও সদস্য অংশ নিচ্ছেন না বলেই খবর।

নেগেটিভ করুণ নায়ার

নেগেটিভ করুণ নায়ার

অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাব দলের অন্যতম ভরসা তথা দেশের হয়ে টেস্টে ত্রিশতরান করা নায়ারেরও কোভিড-১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে। তিনি দলের সঙ্গে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহী যেতে পারবেন বলেও জানিয়েছে অভিনেত্রী প্রীতি জিন্টার দল।

বিসিসিআই-এর কী নিয়ম

বিসিসিআই-এর কী নিয়ম

বিসিসিআইয়ের প্রকাশ করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর বা এসওপি অনুযায়ী, আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে উড়ে যাওয়ার আগে ক্রিকেটারদের ভারতে অন্তত দুই বার কোভিড-১৯ টেস্ট করাতে হবে। দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বিধিও পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

মেসি-রোনাল্ডোর দলবদলের গুঞ্জনের মাঝে নেইমার-এমবাপ্পেকে নিয়ে বড় মন্তব্য পিএসজিরমেসি-রোনাল্ডোর দলবদলের গুঞ্জনের মাঝে নেইমার-এমবাপ্পেকে নিয়ে বড় মন্তব্য পিএসজির

English summary
MS Dhoni and Karun Nair test negetive for coronavirus, set to ready for IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X