For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আচমকা অধিনায়কের দায়িত্ব ধোনির কাঁধে, তৈরি করে ফেললেন নয়া ইতিহাস

এশিয়া কাপে গুরুত্বহীন আফগানিস্তান ম্যাচে অধিনায়ক হিসাবে ২০০তম ম্যাচ খেললেন ধোনি।

  • |
Google Oneindia Bengali News

আচমকা ফের একবার অধিনায়কের গুরুদায়িত্ব কাঁধে নিলেন মহেন্দ্র সিং ধোনি। এশিয়া কাপে গুরুত্বহীন আফগানিস্তান ম্যাচে অধিনায়ক হিসাবে ২০০তম ম্যাচ খেললেন ধোনি। একইসঙ্গে করে ফেললেন একদিনের ক্রিকেটে নয়া রেকর্ড। তাঁর আগে কোনও ভারত অধিনায়কের এই কৃতিত্ব নেই। সারা বিশ্বে একমাত্র প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক রিকি পন্টিং ও নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং অধিনায়ক হিসাবে একদিনের ক্রিকেটে ২০০টির বেশি ম্যাচ খেলেছেন।

আচমকা অধিনায়কের দায়িত্ব ধোনির কাঁধে, তৈরি করে ফেললেন নয়া ইতিহাস

এশিয়া কাপে অধিনায়ক বিরাট কোহলির জায়গায় নেতৃত্ব করা রোহিত শর্মা এই ম্যাচে বিশ্রামে ছিলেন। বিশ্রাম নেন শিখর ধাওয়ানও। ফলে অধিনায়কের দায়িত্ব কাঁধে তুলে নেন ধোনি। ২০০তম ম্যাচে অধিনায়কত্ব করাকে শেষ অবধি ভাগ্য বলেই ক্যাপ্টেন কুল ব্যাখ্যা করেছেন।

দেশের সেরা অধিনায়ক হলেন ধোনি। এমন কোনও বড় টুর্নামেন্ট নেই যা ধোনি জেতেননি। টি২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সবই ধোনি জিতেছেন।

আচমকা অধিনায়কের দায়িত্ব ধোনির কাঁধে, তৈরি করে ফেললেন নয়া ইতিহাস

যদিও এই ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ভারত জিততে পারেনি। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৮ উইকেটে ২৫২ রান তোলে। অনবদ্য শতরান করেন মহম্মদ শেহজাদ। জবাবে ভারত ২৫২ রানেই একবল বাকী থাকতে অল আউট হয়ে যায়। ফলে ম্যাচ টাই হয়। শেষদিকে চেষ্টা করেও রবীন্দ্র জাদেজা ২৫ রান করে শেষ অবধি আউট হয়ে যান। জিতিয়ে আসতে পারেননি।

প্রসঙ্গত, ধোনি ২০১৫ সালে টেস্টে অধিনায়কত্ব ছেড়ে দেন। ২০১৬ সালে টি২০ ও একদিনের ম্যাচের অধিনায়কত্বও ধোনি ছেড়ে দেন। টেস্ট থেকে অবসর নিলেও টি২০ ও একদিনের ক্রিকেট থেকে ধোনি অবসর নেননি।

English summary
MS Dhoni accidentally made a record as Indian Cricket captain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X