আইপিএল ২০২০-তে কোন দল ও ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে ব্যস্ত থেকেছে টুইটার
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে সফলভাবেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল আয়োজন করেছে বিসিসিআই। এবার চ্যাম্পিয়ন হয়ে পঞ্চম বারের জন্য খেতাব জয় করেছে মুম্বই ইন্ডিয়ান্স। রানার্স হয়েছে দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার লিগ তালিকার সপ্তম স্থানে শেষ করেছে চেন্নাই সুপার কিংস। এসব পরিসংখ্যানের ফাঁকেই চট করে দেখে নেওয়া যাক আইপিএল ২০২০-তে কোন দল ও ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে ব্যস্ত থেকেছে টুইটার।

শীর্ষে সিএসকে
দল হিসেবে চেন্নাই সুপার কিংসের আইপিএল ২০২০ হতাশাজনক হলেও, সোশ্যাল মিডিয়ায় দাপট অব্যাহত রেখেছে এমএস ধোনির দল। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, টুর্নামেন্ট চলাকালীন হলুদ শিবিরকে নিয়ে সবচেয়ে বেশিবার টুইট করা হয়েছে।

তালিকার কে কোথায়
আইপিএল ২০২০ চলাকালীন সবচেয়ে বেশি টুইট হয়েছে যে দলগুলিকে নিয়ে, সেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থান রয়েছে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স।

কোন ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি টুইট
ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে না পারলেও আরসিবি তথা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি যে আইপিএল ২০২০-এর সবচেয়ে চর্চিত ক্রিকেটার, প্রমাণ হয়েছে। টুর্নামেন্ট চলাকালীন তাঁকে নিয়েই সবচেয়ে বেশি আলোড়িত হয়েছে টুইটার। তালিকায় রয়েছেন এমএস ধোনি, রোহিত শর্মা, দীনেশ কার্তিকের মতো ক্রিকেটাররা। যাঁদের নিয়ে প্রচুর টুইট করেছেন নেটিজেনরা।

সোনালী টুইট
শারজা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর এক ম্যাচে বাজপাখির মতো ঝাঁপিয়ে ছক্কা আটকান কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান। তাঁকে নিয়ে সচিন তেন্ডুলকরের টুইট সোনার সম্মান পেয়েছে।