ছয়-চারে কামাল! বর্ডার-গাভাসকর ট্রফিতে দৌরাত্ম্য ভারতেরই, শীর্ষে কিংবদন্তি
১৭ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ। সেই মোকাবিলা যে হাড্ডাহাড্ডি হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তারই আবহে দেখে নেওয়া যাক টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা ও চার হাঁকানো ক্রিকেটারদের তালিকা।

সবচেয়ে বেশি ছক্কা
বর্ডার গাভাসকর ট্রফিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ক্রিকেটারদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। ২৫টি ওভার বাউন্ডারি এসেছে মাস্টার ব্লাস্টারের ব্যাট থেকে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন ভারতের বিরুদ্ধে টেস্টে ২৪টি ছক্কা হাঁকিয়েছেন। ১৬টি ওভার বাউন্ডারি মেরে তালিকার তৃতীয় স্থান দখল করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। চতুর্থ স্থানে থাকা ভারতীয় ওপেনার মুরলী বিজয় বর্ডার-গাভাসকর ট্রফিতে ১৫টি ছক্কা হাঁকিয়েছেন।

এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা
বর্ডার-গাভাসকর ট্রফির এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয় ব্যাটসম্যান ম্যাথু হেডেন। ২০০১ সালের চেন্নাই চেন্নাই টেস্টে ৬টি ওভার বাউন্ডারি এসেছিল বাঁ-হাতির ব্যাট থেকে। দ্বিতীয় স্থানে থাকা এমএস ধোনি ২০১৩ সালের চেন্নাই টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংসে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। বর্ডার-গাভাসকর ট্রফির এক ইনিংসে পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ ও অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

সবচেয়ে বেশি চার
বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বাধিক চার এসেছে ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ৩৯১টি চার মেরেছেন মাস্টার ব্লাস্টার। তালিকার দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ২৭৮টি বাউন্ডারি হাঁকিয়েছেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে ২৬৬টি চার মেরে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন গ্রেট রাহুল দ্রাবিড়।

স্ট্রাইক রেটে সেরা কে
বর্ডার-গাভাসকর ট্রফিতে সবচেয়ে বেশি ব্যাটিং স্ট্রাইক রেট রয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের (৭৬.৯০) ঝুলিতে। দ্বিতীয় স্থানে থাকা বীরেন্দ্র শেহওয়াগের ব্যাটিং স্ট্রাইক রেট ৭৫.২০।