For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত ও অস্ট্রেলিয়ার মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি শতরান রয়েছে কাদের?

ভারত ও অস্ট্রেলিয়ার মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি শতরান রয়েছে কাদের?

  • |
Google Oneindia Bengali News

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অতি প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর সিরিজ শুরু হচ্ছে ১৭ ডিসেম্বর থেকে। অ্যাডিলেড ওভালে দিন-রাতের ফর্ম্যাটে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচ। ওয়ান ডে এবং টি-টোয়েন্টির মতোই টেস্ট সিরিজে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চান ক্রিকেট প্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক, দুই দলের মুখোমুখি সমরে সবচেয়ে শতরান রয়েছে কোন কোন ব্যাটসম্যানের ঝুলিতে।

সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৯টি টেস্ট ম্যাচ খেলা সচিন তেন্ডুলকর তালিকার শীর্ষে রয়েছেন। অজি শিবিরের বিরুদ্ধে টেস্টে তাঁর শতরান সংখ্যা ১১। অর্ধশতরান সংখ্যা ১৬। মোট রান ৩৬৩০।

সুনীল গাভাসকর

সুনীল গাভাসকর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০টি টেস্ট খেলেছেন গ্রেট সুনীল গাভাসকর। আটটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে চারটি অর্ধশতরানও হাঁকিয়েছেন লিটল মাস্টার। তালিকায় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পরেই তাঁর স্থান।

রিকি পন্টিং

রিকি পন্টিং

ভারতের বিরুদ্ধে ২৯টি টেস্ট খেলেছেন কিংবদন্তি রিকি পন্টিং। ৫৪.৩৬-এর গড়ে ২৫৫৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ভারতের বিরুদ্ধে আটটি শতরান রয়েছে গ্রেট পন্টিংয়ের। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার দুই বারের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক।

স্টিভ স্মিথ

স্টিভ স্মিথ

ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত মাত্র ১০টি টেস্ট খেলে সাতটি শতরান হাঁকিয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ফলে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে টেস্টে তিনটি অর্ধশতরানও রয়েছে প্রাক্তন অজি অধিনায়কের।

বিরাট কোহলি

বিরাট কোহলি

তালিকার পঞ্চম স্থানে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯টি টেস্ট খেলেছেন। ৪৮.৬০-এর গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ১৬০৪ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সাতটি শতরান হাঁকিয়েছেন বিরাট। চারটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

ভারত ও অস্ট্রেলিয়ার মুখোমুখি সমরে সবচেয়ে বেশি রান এসেছে কাদের ব্যাট থেকে?ভারত ও অস্ট্রেলিয়ার মুখোমুখি সমরে সবচেয়ে বেশি রান এসেছে কাদের ব্যাট থেকে?

English summary
Most centuries in India vs Australia test competition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X