For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ডার-গাভাসকর ট্রফিতে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ক্রিকেটারদের তালিকায় তুমুল লড়াই

বর্ডার-গাভাসকর ট্রফিতে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ক্রিকেটারদের তালিকায় তুমুল লড়াই

  • |
Google Oneindia Bengali News

১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মহারণ। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ শেষ বর্ডার-গাভাসকর টেস্ট মোকাবিলায় মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজের ফল কার পক্ষে থাকবে, তা তো সময় বলবে। তবে কোনও দলই যে কাউকে ছেড়ে কথা বলবে না, তা স্পষ্ট। ফলে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে এই টেস্ট সিরিজে যে তুল্যমূল্য লড়াই হবে, তা নিশ্চিত।

বর্ডার-গাভাসকর ট্রফিতে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ক্রিকেটারদের তালিকায় তুমুল লড়াই

টেস্টে দুই দল যখনই মুখোমুখি হয়েছে, ইতিহাস রচনা হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফির সঙ্গে জড়িয়ে রয়েছে গুচ্ছ গুচ্ছ রান, উইকেট এবং রেকর্ড। টুর্নামন্টে ব্যাটসম্যান এবং বোলারদের ক্যারিশমায় ভাগ বসিয়েছেন ফিল্ডাররা। সে সংক্রান্ত এক পরিসংখ্যান দেখে নেওয়া যাক :

১) বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩২টি ম্যাচ খেলে ৪৬টি ক্যাচ নিয়েছেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ক্রিকেটার তিনি।

২) ২৯ ম্যাচ খেলে ৩৬টি ক্যাচ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভিভিএল লক্ষ্মণ। সমাণ পরিমাণ ম্যাচ খেলে সমান ক্যাচ নিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং।

৩) তৃতীয় স্থানে থাকা মাইকেল ক্লার্ক বর্ডার-গাভাসকর ট্রফিতে ২২টি ম্যাচ খেলে ২৯টি ক্যাচ নিয়েছেন।

৪) ভারতের বিরুদ্ধে ১৮টি টেস্ট ম্যাচ খেলে ২৩টি ক্যাচ নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁ-হাতি ওপেনার ম্যাথু হেডেন।

৫) বর্ডার-গাভাসকর ট্রফিতে ২২টি ম্যাচ খেলে ২২টি ক্যাচ নিয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ।

৬) ১৪ ম্যাচ খেলে ২০টি ক্যাচ নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান মাইকেল হাসি।

English summary
Most catches taken in the history of Border-Gavaskar Trophy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X