For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্তমান প্রজন্মের কোন ব্যাটসম্য়ান কিংবদন্তি হওয়ার ক্ষমতা রাখেন জানালেন মইন

বর্তমান প্রজন্মের কোন ব্যাটসম্য়ান কিংবদন্তি হওয়ার ক্ষমতা রাখেন জানালেন মইন

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান প্রজন্মের মধ্য়ে বিরাট কোহলিকে একমাত্র কিংবদন্তি হওয়ার দাবিদার বলে মনে করেন মইন খান। পাকিস্তানের এক সংবাদমাধ্যমে ভারত অধিনায়কের প্রশংসা করে মইন বলেন, 'বর্তমান প্রজন্মের ব্যাটসম্যানদের মধ্যে বিরাট কোহলি একমাত্র লেজেন্ড হওয়ার মতো জায়গা রয়েছে।' বিরাট ব্যাটিংয়ের আরও অনেক রেকর্ড ভাঙবেন বলেও মনে করছেন মইন।

সচিনের রেকর্ড ভাঙা থেকে কতদূরে বিরাট

সচিনের রেকর্ড ভাঙা থেকে কতদূরে বিরাট

মইনের কথা যে একেবারেই ভুল নয়, বিরাট ক্রমেই তা প্রমাণ করে চলেছেন। ওডিআই ক্রিকেটে সচিনের সেঞ্চরি সংখ্য়ান ৪৯ টি। সেখানে বিরাটের সেঞ্চুরি সংখ্যা ৪৩টি। অর্থাৎ ওডিআই ক্রিকেটে সচিনের রেকর্ড ভাঙা থেকে বিরাট আর মাত্র ৬টি শতরান দূরে রয়েছেন।

টেস্টে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান

টেস্টে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান

শুধু সীমিত ওভারে নয়, টেস্টেও দারুণ সফল বিরাট।আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছেন। টেস্টে বিরাটের সেঞ্চুরি সংখ্যা ২৭টি। এক্ষেত্রে কিংবদন্তি সচিনের থেকে অবশ্য অনেকটা দূরে রয়েছেন বিরাট। টেস্টে সচিন তেন্ডুলকরের ৫১টি সেঞ্চুরি ছিল।

১১ বছরের ক্রিকেট কেরিয়ারে সেঞ্চুরি সংখ্যা কত

১১ বছরের ক্রিকেট কেরিয়ারে সেঞ্চুরি সংখ্যা কত

১১ বছরের ক্রিকেট কেরিয়ারে বিরাটের সেঞ্চুরি সংখ্যা ৭০টি। টেস্টে ২৭ ও ওডিআইয়ে ৪৩টি। কিংবদন্তি সচিনের তেন্ডুলকরের সেখানে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে। সচিনের পরেই আন্তর্জতিক সেঞ্চুরি হাঁকানোর ক্ষেত্রে দ্বিতীয় স্থানেই বিরাট।

সবেচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোয় কত নম্বরে কোহলি

সবেচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোয় কত নম্বরে কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সেঞ্চুরি হাঁকানোর তালিকায় বিরাট তিন নম্বরে রয়েছেন। ১০০টি সেঞ্চুরি হাঁকিয়ে শীর্ষে সচিন। ৭১টি আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং রয়েছেন। তার পরেই ৭০ টি আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়ে তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি।

English summary
Moin Khan picks modern era Indian batsman who can be great
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X