ফুটবলের পর এবার ক্রিকেটে জয় দিয়ে মরসুম শুরু মোহনবাগানের
করোনা পরবর্তী সময়ে ক্রিকেটে ফিরে দুরন্ত জয় মোহনবাগানের। কোভিডের মাঝে মঙ্গলবার থেকে ইডেনে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে ঢাকে কাঠি। অতিমারির মাঝে আজ থেকেই ঘরোয়া ক্রিকেটে বল গড়ালো।

ফুটবলের পর এবার ক্রিকেটে জয় দিয়ে অভিযান শুরু
আর প্রথম ম্যাচে ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে অভিযান শুরু করল মোহনবাগান। ফুটবলে আইএসএলে কেরালা ব্লাষ্টার্সকে হারিয়ে এটিকে মোহনবাগানের অভিযান শুরুর পর এবার ক্রিকেটেও জয় দিয়ে মরসুম শুরু মেরিনার্সের।

নেমেই ঝোড়ো ব্যাটিং মনোজ তিওয়ারির
কুড়ি ওভারের ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে মোহনবাগান ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ রান মনোজ তিওয়ারির। ৩৯ বলে এদিন ৬১ রানের ঝোড়ো ইনিংস মনোজের।

মোহনবাগান কত রানের টার্গেট ছুঁড়ে দেয়
সেই সঙ্গে মাঠে নেমে প্রথম ম্যাচেই বড় রান বিবেক সিংয়ের। ২৯ বলে ৩৫ রানের দামি ইনিংস খেলেন। দেবব্রত দাস ১৩ বলে ১৬ রানে অপরাজিত থেকে দলকে ১৫৬ রানে পৌঁছে দেন।

শেষ হাসি কার
জয়ের জন্যে ১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ক্যালকাটা কাস্টমস ১৩৯ রানে ইনিংস শেষ করে। কাস্টমসের হয়ে অভিষেক দাস ৫৫ ও শুভঙ্কর বল ২৩ রান করলেও ম্যাচ বাঁচাতে পারেননি। শেষ পর্যন্ত কাস্টমসকে ১৭ রানে হারিয়ে মোহনবাগান জয় দিয়ে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে অভিযান শুরু করল।
আইএসএলে মুখোমুখি গোয়া ও মুম্বই, কোন দলের পাল্লা ভারী, সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে