For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিকচার পারফেক্ট নয় টিম ইন্ডিয়া, মত প্রাক্তন বিশ্বকাপজয়ীর

দল দারুণ পারফর্ম করলেও দলে আছে নানা দোষ -ত্রুটি, জানাচ্ছেন জিমি ।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকার মাটিতে দুরন্ত পারফরম্যান্স , কিন্তু তাও সমালোচনায় সরব মহিন্দর অমরনাথ। ১৯৮৩-র বিশ্বকাপজয়ের অন্যতম কান্ডারি বলেছেন আনন্দে ভাসলেও টিম ইন্ডিয়ার ভুল ত্রুটি গুলি ধরিয়ে দিয়েছেন তিনি।

পিকচার পারফেক্ট নয় টিম ইন্ডিয়া, মত প্রাক্তন বিশ্বকাপজয়ীর

ভারত দক্ষিণ আফ্রিকায় এবার যা পারফরম্যান্স দিয়েছে তা নিঃসন্দেহে ঐতিহাসিক মাইলস্টোন পেরিয়েছে। কিন্তু টেস্ট সিরিজের ২-১ হার কিন্তু অনেকগুলি দোষ ত্রুটি সামনে এনে দিয়েছে এমনটাই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন অমরনাথ। অমরনাথ বলেছেন, 'একদিনের সিরিজে নিঃসন্দেহে সহজ জয় পেয়েছে ভারত, কিন্তু এই সফরের মূল লক্ষ্য ছিল টেস্ট সিরিজ জেতা। সুতরাং পাঁচদিনের ম্যাচে আরও মনোসংযোগ করতে হবে পাশাপাশি দল গঠনের ক্ষেত্রও বিদেশ সফরের সময় ভারতীয় দলকে সতর্ক হতে হবে। '

পিকচার পারফেক্ট নয় টিম ইন্ডিয়া, মত প্রাক্তন বিশ্বকাপজয়ীর

টেস্ট ক্রিকেটে সে সময়ের দাপুটে ক্রিকেটার ছিলেন মহিন্দর অমরনাথ। যিনি ৪৩৭৮ রান করেছিলেন ঝোলায় ছিল ১১ টি শতরান।
ভারতীয় দলকে সতর্ক করার পাশাপাশি প্রশংসাও করেছেন দলের। তিনি জানিয়েছেন ,'কোনও সন্দেহ নেই, এখন ভারত সেরা ক্রিকেটটা খেলছে। তৃতীয় টেস্টে জেতার পর থেকেই ভারতীয় দল ঘুরিয়ে দাঁড়িয়েছে। '

ভারতীয় দলের এই সফরে বিরাট কোহলি ৫২৮ রান ও শিখর ধাওয়ান ৩৩২ রান করেছেন। ওয়ান ডে-র ক্ষেত্রে যেহেতু অল্প সময়ের পারফরম্যান্স লাগে তাই সেদিন ভালো পারফর্ম করলে দল জিতে যায়। আর এক্ষেত্রে বিরাটের বিরাট ব্যাটই ভারতকে একের পর এক ম্যাচে জিতিয়ে চলেছে মত মহিন্দর অমরনাথের। তাঁর মতে ব্যক্তিগত নিপুণত্ব নিঃসন্দেহে কুর্নিশযোগ্য। কিন্তু দলের বাকি সদস্যদের মধ্যে একমাত্র শিখর ধাওয়ান ছাড়া ফর্মের ঝলক দেখাননি। সেক্ষেত্রে এটা বড় চিন্তার বিষয় এমনটাই মত মহিন্দর অমরনাথের।

তবে ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে জিমি অমরনাথের চিন্তা থাকলেও ভারতীয় স্পিনারদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। অমরনাথ বলেছেন, 'ভারতীয় স্পিনাররা ওঁদের ঘেঁটে দিচ্ছে তেমনিই ভুবনেশ্বর কুমারের পেস ওঁদের দাঁড়াতেই দিচ্ছে না। কোন ফর্মাটে খেলছ সেটা বড় বিষয় নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই যে সঠিক এলাকায় বল করা। আর সেটাই করছে ভারতীয় বোলাররা। ম্যাচকে শক্ত জায়গায় পৌঁছে দিচ্ছে। '

English summary
Mohinder Amarnath identifies some mistake in Virat Kohli's Team India. Praises team's performance but says to keep focus on non performing area.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X