For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকা সিরিজে নেই জসপ্রীত বুমরাহ, ভারতের টি ২০ দলে ডাক পেলেন মহম্মদ সিরাজ

  • |
Google Oneindia Bengali News

পিঠের চোটে কাবু ভারতের এক নম্বর পেসার জসপ্রীত বুমরাহ। তাঁর যে চোট রয়েছে তাতে সরকারিভাবে কিছু জানানো না হলেও টি ২০ বিশ্বকাপেও খেলতে পারবেন না। তবে এখনই হাল ছাড়তে নারাজ বিসিসিআই। আজ সকালে বোর্ডের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, বুমরাহ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে খেলতে পারবেন না।

বুমরাহ আউট, সিরাজ ইন

বুমরাহ আউট, সিরাজ ইন

বুমরাহর স্থলাভিষিক্ত হয়েছেন মহম্মদ সিরাজ। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, বুমরাহর পিঠে চোট রয়েছে। তিনি বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। বোর্ডসূত্রে খবর, বেঙ্গালুরুতে বুমরাহর পিঠের নীচের অংশে স্ক্যান হবে। সেই রিপোর্টের ভিত্তিতে ন্যাশনাল ক্রিকেট আকাদেমির মেডিক্যাল টিম সিদ্ধান্ত নেবেন বুমরাহ আদৌ টি ২০ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা।

টি ২০ কেরিয়ার

টি ২০ কেরিয়ার

সিরাজ এশিয়া কাপের দলে ঠাঁই পাননি। জিম্বাবোয়ে সফরের পর চলে গিয়েছিলেন কাউন্টি খেলতে। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানের ম্যাচে ওয়ারউইকশায়ারের হয়ে খেলেন সমারসেটের বিরুদ্ধে। প্রথম ইনিংসে ৮২ রানে পাঁচটি উইকেট নেন, দ্বিতীয় ইনিংসে ৩২ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ব্যাট হাতে ২১ রানে অপরাজিত ছিলেন। জিম্বাবোয়ে সফরে একদিনের সিরিজে তিনি চারটি উইকেট পেয়েছিলেন। গত ফেব্রুয়ারিতে শেষবার ভারতের হয়ে টি ২০ খেলেছেন। শ্রীলঙ্কার বিররুদ্ধে। পাঁচটি টি ২০ আন্তর্জাতিকে তাঁর ৫টি উইকেট রয়েছে। ১০২টি টি ২০ ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা ১১৭।

তড়িঘড়ি গুয়াহাটিতে

তড়িঘড়ি গুয়াহাটিতে

আজই গুয়াহাটিতে ভারতীয় দলের সঙ্গে সিরাজের যোগ দেওয়ার কথা রয়েছে। হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, দীপক চাহার ও উমেশ যাদব চলতি সিরিজের দলে প্রথম থেকেই রয়েছেন। করোনামুক্ত হলেও মহম্মদ শামি প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে পারছেন না। অস্ট্রেলিয়া সিরিজে তাঁর বিকল্প হিসেবে সুযোগ পাওয়া উমেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের দলে রয়েছেন। যদিও তাঁকে প্রথম ম্যাচে খেলানো হয়নি। দীপক চাহার ও অর্শদীপ সিং বল হাতে দাপট দেখান।

চিন্তা টি ২০ বিশ্বকাপ নিয়ে

চিন্তা টি ২০ বিশ্বকাপ নিয়ে

বুমরাহ টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্ত হিসেবে মহম্মদ শামি ও দীপক চাহারের মধ্যে কেউ একজন সুযোগ পাবেন। শামির পক্ষে যেমন থাকবে অস্ট্রেলিয়ায় ভালো বোলিং করার অভিজ্ঞতা, তেমনই বিপক্ষে থাকবে গত টি ২০ বিশ্বকাপের পর একটিও টি ২০ আন্তর্জাতিক না খেলার ফ্যাক্টরটি। সেক্ষেত্রে চাহার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো খেললে তিনিই অস্ট্রেলিয়ার বিমানে উঠে পড়তে পারেন। উল্লেখ্য, চাহার চোট সারিয়ে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে ফেরার পর থেকে তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করেই খেলাচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট।

মহম্মদ শামিকে নিয়ে বিশেষ পরিকল্পনা ভারতের নির্বাচকদের, কোথায় হবে অগ্নিপরীক্ষা?মহম্মদ শামিকে নিয়ে বিশেষ পরিকল্পনা ভারতের নির্বাচকদের, কোথায় হবে অগ্নিপরীক্ষা?

English summary
Mohammed Siraj Replaces Injured Pacer Jasprit Bumrah In India's T20I Squad Against South Africa. Bumrah Has Sustained A Back Injury And Is Currently Under The Supervision Of The BCCI Medical Team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X