ডনের দেশে অভিষেক সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট, নয়া রূপকথা লিখলেন সিরাজ
গাব্বায় দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট শিকার মহম্মদ সিরাজের। চতুর্থ টেস্টে আগুনে বোলিংয়ে ৭৩ রান খরচে ৫ উইকেট তুলে নিলেন সিরাজ। ব্রিসবেনে দুই ইনিংস মিলিয়ে সংগ্রহ মোট ৬ উইকেট। সিরিজ নির্ণায়ক চতুর্থ টেস্টে সিরাজের এই পারফর্ম্যান্সে ভর করেই দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৯৪ রানে অলআউট করল ভারত। ব্রিসেবেনে ম্যাচ জিততে ভারতের টার্গেট ৩২৮ রান। পঞ্চম দিনে ভারতের প্রয়োজন ৩২৪ রান।

সিরিজে ভারতের হয়ে সেরা বোলিং সিরাজের
অ্যাডিলেডে প্যাট কামিন্সের বাউন্সারে, মহম্মদ শামি কব্জির হার ভাঙলে, সিরিজ থেকে ছিটকে যান। তার পরিবর্তেই মেলবোর্নে অভিষেক সিরাজের। আর অভিষেকের পর থেকে ভারতীয় বোলিংয়ে শিরোনামে সিরাজ। সিরিজে ৩ টেস্ট খেলে সংগ্রহ ১৩ উইকেট।

একনজরে সিরিজের ৩ টেস্টে সিরাজের শিকার
মেলবোর্নে অভিষেক টেস্টে মহম্মদ সিরাজ দুই ইনিংসে মিলিয়ে ৫ উইকেট নিয়ে টেস্ট কেরিয়ার শুরু করেন। এরপর সিডনি টেস্টে দুই ইনিংসে মিলিয়ে ২ উইকেট ও ব্রিসবেন টেস্টে সব মিলিয়ে সংগ্রহ ৬ উইকেট।

বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার সিরাজের
ফলে সিরিজে ৩ টেস্ট খেলে এবছর বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের হয়ে সবেচেয়ে বেশি উইকেট শিকারি মহম্মদ সিরাজ। ৩ টেস্ট খেলে রবিচন্দ্রন অশ্বিন ১২টি উইকেট নিয়ে সিরিজে ভারতের দ্বিতীয় সেরা বোলিং পারফর্ম্যান্স করেন।

মিনি হাসপাতালের হাল ধরলেন সিরাজ
নেই শামি, নেই উমেশ। শেষ টেস্টে চোটের জন্যে নেই জাদেজা-অশ্বিন-বুমরাহ, সেখানেই দলের বোলিং ব্রিগেডের নবাগতদের মধ্য়ে তিনিই নেতা। এই পরিস্থিতিতে ভারতের এমন মিনি হাসপাতালের ছবির মাঝেই নিজের বোলিংয়ে দলকে টেনে তুললেন সিরাজ। ম্যাচের দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে তাঁকে যোগ্য সংগত দিয়েছেন শার্দুল ঠাকুর। ভারতের এই দুই পেসারের পারফর্ম্যান্সর পর এবার পঞ্চম দিনে রোহিত-রাহানেদের ব্যাটে ব্রিসবেন টেস্ট নিয়ে কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন দেখা শুরু।

গাব্বায় অস্ট্রেলিয়াকে হারিয়ে মাইলস্টোন ভাঙার হাতছানি ভারতের সামনে!