ভারত বনাম অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্ট: প্রথম পাঁচ উইকেট শিকারে এলিট ক্লাবে ঢুকে পড়লেন মহম্মদ সিরাজ
ভারত বনাম অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার মহম্মদ সিরাজের। ডনের দেশে টেস্ট সফরে গিয়ে মেলবোর্নে টেস্ট অভিষেক। সেখান থেকেই গাব্বাতে কেরিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার করে নিলেন মহম্মদ সিরাজ।

বাবার মৃত্যুর শোক ভুলে অজিভূমে সাফল্য
আইপিএল খেলে অস্ট্রেলিয়া সফরে উড়ে আসার পর বাবার মৃত্যু সংবাদ এসেছিল। সেই মৃত্যুতে অবশ্য ফোকাস থেকে নড়েননি সিরাজ। মায়ের অনুরোধেই অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ খেলবেন বলে ডনের দেশে থেকে যান। আজ সেখান থেকেই সিরিজের শেষ ম্যাচে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে অজিদের বিরুদ্ধে ইনিংসে ৭৩ রান দিয়ে পাঁচ উইকেট শিকার। টেস্টে এটাই সিরাজের ইনিংসে সেরা বোলিং পারফর্ম্যান্স।

একনজরে সিরাজের শিকার কারা
চতুর্থ টেস্টে ১৯.৫ ওভার হাত ঘুরিয়ে ৭৩ রান খরচে সিরাজ ৫ উইকেট পেয়েছেন। সিরাজের উইকেট শিকারে তালিকায় মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড রয়েছেন।

এলিট ক্লাবে সিরাজ
গাব্বাতে ভারতীয় বোলার যারা পাঁচ উইকেট পেয়েছেন, সেই ক্লাবে পঞ্চম স্থানে উঠে এলেন সিরাজ। এর আগে ভারতের এরাপল্লী প্রসন্ন ১৯৬৮ সালে গাব্বাতে ১০৪/৬ উইকেট পান। এরপর ১৯৭৭ সালে বিষান সিং বেদী ৫৭/৭ উইকেট পান। ১৯৭৭ সালে মদল লাল ব্রিসবেন টেস্টে ৭২/৫ উইকেট পান। ২০০৩ সালে এরপর জাহির খান ৯৫/৫ উইকেট পান। ২০২১ সালে ৭৩ রান খরচে সিরাজ ৫ উইকেট তুলে নিয়ে ভারতের পঞ্চম বোলার হিসেবে সেই ক্লাবে প্রবেশ করলেন।

সিরিজে সিরাজের উইকেট সংখ্যা কটি
সিরিজে তিন টেস্ট খেলে সিরাজের উইকেট সংখ্যা ১৩টি। মেলবোর্নে অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট শিকার করেন। সিডনিতে এরপর সংগ্রহ ছিল ২ উইকেট। এবার ব্রিসবেন দুই ইনিংসে মিলিয়ে সংগ্রহ ৬ উইকেট।

টেস্টে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে সচিন-বীরুকে টপকে গেলেন স্মিথ