ঈদে কোচ রবি শাস্ত্রীকে বিশেষ উপহার পাঠালেন ছাত্র মহম্মদ শামি
খুশির ঈদে সামিল গোটা ভারত। করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্ফানের ভয়াবহতার মধ্যে আনন্দে মেতেছে দেশ। সহ-নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামি। একই সঙ্গে কোচ রবি শাস্ত্রীকে বিশেষ উপহারও পাঠিয়েছেন বাংলার ফাস্ট বোলার।

করোনা ভাইরাসের জেরে রাজ্যে জারি থাকা লকডাউনের জেরে সেভাবে রাস্তায় নেমে ঈদ উদযাপন করতে পারছেন না দেশের মানুষ। ঘরে বসেই যতটা সম্ভব চলছে পালন। ফোন কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানানো চলছে অবিরাম। তারই এক নিদর্শন দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামির টুইটার অ্যাকাউন্টে। সকালেই দেশবাসীকে খুশির ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার ফাস্ট বোলার। এই দুর্দিনে সকলের মঙ্গল কামনাও করেছেন তিনি।
সহ-নাগরিকদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আপনজনের আব্দার মেটাতে ভোলেননি মহম্মদ শামি। হয়তো কোনও এক কালে শখ করে তাঁর কাছে বিরিয়ানি খেতে চেয়েছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। ঈদের দিন তা পূরণ করলেন ভারতীয় ফাস্ট বোলার। নিজের টুইটার অ্যাকাউন্টে মটন বিরিয়ানি ও ক্ষীরের ছবি পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার। ওপরে লিখেছেন, 'রবি ভাই আপ কি সেভিয়ান, ক্ষীর অর মটন বিরিয়ানি ম্যায়নে কুরিয়ার কর দিয়া হ্যায়। কুছ টাইম মে পউছ যায়েগা দেখলো আপ'।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Eid Mubarak! May Allah fulfill your all dreams and hopes. <a href="https://t.co/KHHfgNjTr1">pic.twitter.com/KHHfgNjTr1</a></p>— Mohammad Shami (@MdShami11) <a href="https://twitter.com/MdShami11/status/1264770794133086208?ref_src=twsrc%5Etfw">May 25, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ঈদের দিনে তরতাজা মটন বিরিয়ানি ও জমাট বাঁধা ক্ষীরের ছবি দেখে জিভে জল এসেছে নেটিজেনদের। একই সঙ্গে টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীর সঙ্গে দলের ফাস্ট মহম্মদ শামির দুর্দান্ত হৃদ্ধতা দেখেও আবেগতাড়িত হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া।
সিরিজের আগে করোনা পরীক্ষা নিয়ে ভারতীয় ক্রিকেটারের কী মত