For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক ওভারেই কামাল! চারজনকে প্যাভিলিয়নে ফিরিয়ে ‘ওস্তাদের মার’ দিলেন শামি

এক ওভারেই কামাল! চারজনকে প্যাভিলিয়নে ফিরিয়ে ‘ওস্তাদের মার’ দিলেন শামি

Google Oneindia Bengali News

এক ওভারেই কামাল করে দিলেন মহম্মদ শামি। আবার জাত চিনিয়ে দিলেন নিজের। বুঝিয়ে দিলেন ওস্তাদের মার দিতে একটা সুযোগই যথেষ্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওভার বল করে শামি এক ওভারে চারজনকে প্যাভিলিয়নে ফিরিয়ে জয় ছিনিয়ে আনলেন। একই সঙ্গে তিনি দাবি রাখলেন তাঁকে টি-২০ বিশ্বকাপ স্কোয়াডের বাইরে রাখা যাবে না।

মোক্ষম জবাব দিলেন মাত্র এক ওভার বলের সুযোগ পেয়েই

মোক্ষম জবাব দিলেন মাত্র এক ওভার বলের সুযোগ পেয়েই

মহম্মদ শামিকে নিয়ে এবার সংশয় তৈরি হয়েছিল টি-২০ বিশ্বকাপে। চোট থেকে সেরে উঠলেও ম্যাচ ফিট হওয়ার আগে ফের থাবা বসিয়েছিল করোনা। ফলে অনিশ্চিত হয়ে পড়েছিলেন টি-২০ বিশ্বকাপে। তবে তার থেকেও বড় কথা মহম্মদ শামিকে ব্রাত্য রাখা হয়েছিল বেশ কয়েকটি সফরে। তাঁকে ভারতের প্রথম একাদশে ভাবতে রাজি ছিলেন না নির্বাচকরা। কিন্তু মহম্মদ শামি তাঁদের মোক্ষম জবাব দিলেন মাত্র এক ওভার বলের সুযোগ পেয়েই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে কামাল শামির

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে কামাল শামির

মহম্মদ শামিকে টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে না রাখা নিয়ে কম জল্পনা হয়নি। নির্বাচকদের সমালোচনাও সহ্য করতে হয়েছে। শেষপর্যন্ত শিকে ছেঁড়ে জশপ্রিত বুমরাহের ছিটকে যাওয়ার পরে। টি-২০ বিশ্বকাপ থেকে বুমরাহ ছিটকে যাওয়ায় ডাক পরে মহম্মদ শামির। তাঁকে এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে সুযোগ দেওয়া হয়। কিন্তু তাঁকে সারা ম্যাচে বল করার সুযোগ দেওয়া হয়নি। সুযোগ মেলে একেবারে শেষ ওভারে। যখন অস্ট্রেলিয়ার জয়ের জন্য চাই ৬ বলে ১১ রান। সেই ১১ রান ডিফেন্ড করে গুরুত্বপূর্ণ জয় তুলে নেন শামি। শেষ চার বলে চারজনকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন তিনি। তিনটি উইকেট শামিন নামে, একটি রান আউট করেন তিনি।

নেটে আগুন ঝরানোর পর ম্যাচে মহম্মদ শামির বিস্ফোরণ

নেটে আগুন ঝরানোর পর ম্যাচে মহম্মদ শামির বিস্ফোরণ

এর আগে নেটে আগুন ঝরিয়েছিলেন মহম্মদ শামি। দীনেশ কার্তিককে যেভাবে বোল্ট করেন, তারপর অধিনায়ক রোহিত শর্মার সাহস হয়নি শামিকে প্রথম একাদশের বাইরে রাখার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওভারে বল হাতে তুলে নিয়ে তিনি একপ্রকার অগ্নিপরীক্ষা দিলেন। যখন জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ৬ বলে ১১ রান করতে হবে, তখন প্রথম দুটি বলে চার রান করেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। তারপরই বিরাটের অসাধারণ ওয়ান হ্যান্ডার ক্যাচে প্যাট কামিন্সকে আউট করে খেলায় ফিরে আসে ভারত। পরের বলেই রান আউট অ্যাস্টন আগর। সৌজন্য মহম্মদ শামি। তারপরের দুটি ইয়র্কারে শামি উইকেট ছিটকে দেন দুই অস্ট্রেলিয় ব্যাটার ইংলিশ ও রিসার্ডসনের।

ম্যাচের আগে আবেগঘন পোস্ট, ম্যাচে আগুন ঝরানো বোলিং

ম্যাচের আগে আবেগঘন পোস্ট, ম্যাচে আগুন ঝরানো বোলিং

এদিন রোহিত অ্যান্ড কোং অস্ট্রেলিয়ার গাব্বাকে অনুশীলন ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্যাঙারু-বাহিনীর। ভারত ও অস্ট্রেলিয়ার এই প্রস্তুতি ম্যাচের আগে ভারতীয় পেসার মহম্মস শামি একটি টুইট করেন। দলে ফিরে আসার পর বিশেষ পোস্ট শেয়ার করে শামি আবেগপ্রবণ বার্তা দেন। আর ম্যাচে এক ওভারে বলের সুযোগ পেয়েই আগুন ঝরান।

হৃদয়গ্রাহী টুইট বার্তার পর এক ওভারের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ

হৃদয়গ্রাহী টুইট বার্তার পর এক ওভারের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ

মহম্মদ শামি টুইট বার্তায় বলেন, প্রত্যাবর্তনের জন্য প্রচুর পরিশ্রম করেছি। বারবার বাধা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ দলে ফিরতে পেরেছি। ভারতীয় স্কোয়াডে ফিরে আসার থেকে ভালো অনুভূতি আর হতে পারে না। আমি বিশ্বকাপের জন্য উন্মুখ হয়ে আছি। এই টুইট বার্তা অনেকেরই হৃদয় ছুঁয়ে গিয়েছে। আর ভারতীয় দলে ফিরে আসা নিয়ে কতটা উন্মুখ ছিল তা শামির প্রত্যাবর্তন ম্যাচে আগুন ঝরানো বোলিংই প্রমাণ। নেটেও তিনি আগুন ঝরিয়েছিলেন। কার্তিক ক্লিন বোল্ড করা ছাড়াও কোহলির বিরুদ্ধে তাঁর দ্বৈরথ জমে উঠেছিল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চারটি বলে উইকেট, সত্যিই স্বপ্নের কামব্যাক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চারটি বলে উইকেট, সত্যিই স্বপ্নের কামব্যাক

মাত্র দু-সপ্তাহ আগে মহম্মদ শামি করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা যে তাঁকে কাবু করতে পারেনি, তার প্রমাণও এদিন দিলেন শামি। পুরো ম্যাচে একটি ওভারও হাত ঘোরানোর সুযোগ না পেয়ে শেষ ওভারে বল তুলে নিয়েছিলেন। তারপর পুরোটাই রূপকথা। এর থেকে ভালো কামব্যাক আর হতে পারে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চারটি বলে উইকেট, সত্যিই স্বপ্নের কামব্যাক।

টি-২০ দলে ফিরেই জাত চেনালেন শামি, শেষ ওভারে কাঁপিয়ে দিলেন অস্ট্রেলিয়াকে, অনুশীলন ম্যাচে জয় ভারতেরটি-২০ দলে ফিরেই জাত চেনালেন শামি, শেষ ওভারে কাঁপিয়ে দিলেন অস্ট্রেলিয়াকে, অনুশীলন ম্যাচে জয় ভারতের

English summary
Mohammed Shami gifts a spellbound spell of one over and sends pavilion to four batters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X