For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শারজায় নতুন রেকর্ড পাঞ্জাব কিংসের

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৫ রানে হারাল পাঞ্জাব কিংস, মহম্মদ শামি দুটি ও রবি বিষ্ণোই তিনটি উইকেট পেলেন। এই প্রথম শারজায় এত কম রানের পুঁজি নিয়ে জিতল কোনও আইপিএলের দল। এই জয়ের ফলে পাঞ্জাব কিংস প্লে অফের দৌড়ে থাকলেও বাকি ম্যাচগুলি সানরাইজার্সের কাছে হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এল পাঞ্জাব কিংস।

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শারজায় নতুন রেকর্ড পাঞ্জাব কিংসের

(ছবি- বিসিসিআই/আইপিএল)

জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সানরাইজার্স হায়দরাবাদ। মহম্মদ শামি প্রথম ওভারের তৃতীয় বলেই আউট করেন ডেভিড ওয়ার্নারকে। আইপিএলের দ্বিতীয়ার্ধে আগের ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন অজি ওপেনার, এদিন ২ রান করে কট বিহাইন্ড হন। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে শামি তুলে নেন কেন উইলিয়ামসনের উইকেট। ৬ বলে ১ রানে বোল্ড হন নিউজিল্যান্ড তথা সানরাইজার্স অধিনায়ক। ঋদ্ধিমান সাহা লড়াই চালালেও অপর প্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকে। মণীশ পাণ্ডে ১৩ ও কেদার যাদব ১২ রান করে রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়ে যান। কেদার যাদব ও আবদুল সামাদকে একই ওভারে আউট করেন বিষ্ণোই। ১৩ ওভারে ৬০ রানে ৫ উইকেট পড়ার পর জেসন হোল্ডার ও ঋদ্ধিমান সাহা সানরাইজার্সকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দ্বিতীয় স্ট্র্যাটেজিক টাইম আউটের পরের বলেই ১৬.১ ওভারে ৩১ রান করে রান আউট হন ঋদ্ধিমান। ৩৭ বলের ইনিংসে রয়েছে একটি বাউন্ডারি। ঋদ্ধি ফেরার পর রশিদ খানকে সঙ্গে নিয়ে ঝোড়ো ইনিংস খেলে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন জেসন হোল্ডার।

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শারজায় নতুন রেকর্ড পাঞ্জাবের

(ছবি- বিসিসিআই/আইপিএল)

১৯ ওভারের প্রথম বলে রশিদ খান অর্শদীপ সিংয়ের বলে কট অ্যান্ড বোল্ড হন তিন রান করে। পাঞ্জাব কিংস পাওয়ারপ্লেতে যেখানে ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ২৯ রান তুলেছিল সেখানে একই সময়ে সানরাইজার্সের স্কোর ছিল ২ উইকেটে ২০। ৯.১ ওভারে পাঞ্জাব কিংস ২ উইকেট হারিয়ে ৫০ রান পূর্ণ করেছিল। সানরাইজার্সের ৫০ রান আসে ১১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে। পাঞ্জাব কিংস ১৭ ওভারে ১০০ পেরিয়েছিল, সানরাইজার্স পেরোয় ১৭.২ ওভারে। পাঞ্জাব কিংস পাওয়ারপ্লেতে যেখানে ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ২৯ রান তুলেছিল সেখানে একই সময়ে সানরাইজার্সের স্কোর ছিল ২ উইকেটে ২০। ৯.১ ওভারে পাঞ্জাব কিংস ২ উইকেট হারিয়ে ৫০ রান পূর্ণ করেছিল। সানরাইজার্সের ৫০ রান আসে ১১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে। পাঞ্জাব কিংস ১৭ ওভারে ১০০ পেরিয়েছিল, সানরাইজার্স পেরোয় ১৭.২ ওভারে। শেষ ওভারে সানরাইজার্সের জয়ের জন্য দরকার ছিল ১৭ রান। কিন্তু নাথান এলিসের বুদ্ধিদীপ্ত বোলিং পাঞ্জাব কিংসকে ৫ রানে জয় এনে দেয়।

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শারজায় নতুন রেকর্ড পাঞ্জাবের

(ছবি- বিসিসিআই/আইপিএল)

বল হাতে ১৯ রানে ৩ উইকেট নেওয়ার পর পাঁচটি ছয়ের সাহায্যে ২৯ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। পাঞ্জাব কিংস যেখানে ব্যাটিংয়ের জন্য কঠিন পিচে মাত্র ২টি ছক্কা মেরেছে, সেখানে হোল্ডার মারেন পাঁচটি। ম্যাচের সেরাও হয়েছেন হোল্ডার। মহম্মদ শামি ৪ ওভারে ১টি মেডেন ওভার-সহ ১৪ রানের বিনিময়ে ২ উইকেট নেন। চলতি আইপিএলে ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়ে শামি সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় চলে এলেন চতুর্থ স্থানে। পাঞ্জাব কিংসের অর্শদীপ সিং আট ম্যাচে ১৩ উইকেট নিয়ে আছেন পাঁচে। সানরাইজার্সের রশিদ খান ও দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাডা এবারের আইপিএলে ১২টি করে উইকেট পেয়েছেন। কামব্যাক ম্যাচে ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে তিন উইকেট নেন রবি বিষ্ণোই। এটি তাঁর আইপিএল কেরিয়ারের সেরা বোলিং। অর্শদীপ নেন একটি উইকেট। হরপ্রীত ব্রার, অর্শদীপ ও বিষ্ণোইদের প্রশংসা করেছেন লোকেশ রাহুল। পাঞ্জাব কিংস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান করেছিল। সর্বাধিক ২৭ করেন এইডেন মার্করাম। ১৮ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন হরপ্রীত ব্রার। পাঞ্জাবের এই পিচে ১৪০ রান তোলা উচিত ছিল বলে মনে করেন অধিনায়ক লোকেশ রাহুল। কঠিন পিচে বড় শট না খেলে টিকে থেকে রান করার জন্য সতীর্থদের প্রতি আহ্বান জানান রাহুল। পাঞ্জাব কিংসকে প্রতি ম্যাচেই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পৌঁছাতে হচ্ছে, এতে অভ্যস্তও হয়ে গিয়েছেন কিংস ক্যাপ্টেন। মজা করে বললেন, পাঞ্জাব কিংসের জন্যই টিআরপি বেড়ে যাচ্ছে!

English summary
Mohammed Shami Bags Two Big Wickets As Punjab Kings Beat Sunrisers Hyderabad By 5 Runs. Lowest Total Successfully Defended By Any IPL Teams In Sharjah.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X