For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালার ব্যবহার ছাড়াও কি বলে রিভার্স সুইং সম্ভব? জবাব শামি-ইরফান-ভাজ্জির

লালার ব্যবহার ছাড়াও কি বলে রিভার্স সুইং সম্ভব? জবাব শামি-ইরফান-ভাজ্জির

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে লাল বলে লালার ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে আইসিসি। কিন্তু তাতে বোলারদের সমস্যা বাড়বে বল মত ক্রিকেট বিশেষজ্ঞদের। এর পিছনে রয়েছে কী কারণ, তা খোলাখুলিভাবে জানালেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামি ও প্রাক্তনী ইরফান পাঠান। মুখ খুললেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংও।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বের ২১৩টি দেশে প্রভাব বিস্তার করেছে করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছেন ৮০ লক্ষেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩৫ হাজারেরও বেশি মানুষ। কেবল ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লক্ষ ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে। বিশ্বের অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশেও প্রভাব বিস্তার করেছে করোনা ভাইরাস।

লালা নিষিদ্ধ

লালা নিষিদ্ধ

লালার মাধ্যমে এক শরীর থেকে অন্য শরীরে সংক্রামিত হতে পারে করোনা ভাইরাস, তা আগেই জানিয়েছিলেন ডাক্তাররা। সে অনুযায়ী ক্রিকেট বল চমকাতে লালার ব্যবহার নিষিদ্ধ করে দেওয়ার সুপারিশ করেছিল ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি। পরিবর্তে ঘাম ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছিল ১৬ সদস্যের ওই কমিটি। সেই নিয়মকেই প্রাধান্য দিয়েছে আইসিসি-র চিফ এগজিকিউটিভ কমিটি।

ভুলের শাস্তি

ভুলের শাস্তি

শুরুতেই ক্রিকেটারদের পক্ষে এই নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়া মুশকিল হতে পারে। ভুল বশত মাঠে লালার ব্যবহার করতেই পারেন ক্রিকেটাররা। সেক্ষেত্রে আম্পায়ার ওই ক্রিকেটার এবং দলকে সতর্ক করতে পারেন। তবে প্রতি ইনিংসে প্রতি ফিল্ডিং দলকে দুটি করে সতর্ক বার্তা দেওয়া হবে। তারপরেও ভুল করলে পেনাল্টি হিসেবে ব্যাটিং দলকে পাঁচ রান উপহার দেওয়া হবে বলে জানিয়েছে আইসিসি। কেউ ভুল করে বলে লালা লাগিয়ে ফেললে, তা পরিস্কার করার দায়িত্ব ফিল্ড আম্পায়ারকে নিতে হবে বলে জানিয়েছে আইসিসি।

কী বললেন শামি

কী বললেন শামি

টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার তথা রিভার্স স্পেশালিস্ট মহম্মদ শামি মনে করেন, বলে লালার ব্যবহার নিষিদ্ধ হওয়ায় বোলারদের সমস্যা বাড়বে। তাঁর কথায়, সাধারণত লাল বলের ওজন বাড়াতে এবং নরম করতে ঘাম ব্যবহার করা হয়। তাতে সিম পজিশন সঠিক থাকে। তবে রিভার্স সুইংয়ের জন্য বলে সাইন এবং শক্তভাব থাকা আবশ্যক বলে জানিয়েছেন স্পেশালিস্ট শামি। সেক্ষেত্রে লালার ব্যবহার অত্যাবশ্যক বলেও দাবি করেছেন বাংলার ফাস্ট বোলার।

কী বললেন পাঠান

কী বললেন পাঠান

মহম্মদ শামির সুরেই কথা বলেছেন দেশের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান। তাঁর কথায়, রিভার্স সুইংয়ের ক্ষেত্রে বল হাওয়ায় কাটে। লালার পরিবর্তে ঘাম সেই কাজ করতে পারে না বলে জানিয়েছেন ইরফান।

কী বললেন হরভজন

কী বললেন হরভজন

ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংয়ের কথায়, একমাত্র নতুন বল চমকাতেই ঘাম প্রয়োগ করা যেতে পারে। কিন্ত পুরো বলে সাইন ফিরিয়ে আনতে লালার ব্যবহার আবশ্যক বলে দাবি ভাজ্জির। এমনকী লালার ব্যবহার নিষিদ্ধ হলে ম্যাচের মিডিল ওভারে বল গ্রিপ করার ক্ষেত্রে স্পিনাররা সমস্যায় পড়তে পারেন বলে মনে করেন টার্বুনেটর।

অধিনায়ক বিরাট কোহলিকে কেন 'অসফল' বললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার?অধিনায়ক বিরাট কোহলিকে কেন 'অসফল' বললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার?

English summary
Mohammaed Shami and other Pacers fear the saliva ban result in lack of reverse-swing,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X