For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোটের কবলে আরও এক পাক তারকা, মহারণ যত এগিয়ে আসেছে ততই সমস্যা বাড়ছে পাকিস্তানের

চোটের কবলে আরও এক পাক তারকা, মহারণ যত এগিয়ে আসেছে ততই সমস্যা বাড়ছে পাকিস্তানের

Google Oneindia Bengali News

চোটের কারণে এশিয়া কাপ শুরুর আগেই সেরা অস্ত্রকে হারিয়েছে পাকিস্তান। বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদির সার্ভিস পাবে না পাকিস্তান। আফ্রিদির পর এ বার আরও এক পেসারের চোটের শঙ্কা গ্রাস করেছে পাকিস্তানের শিবিরকে।

চোটের কবলে আরও এক পাক তারকা, মহারণ যত এগিয়ে আসেছে ততই সমস্যা বাড়ছে পাকিস্তানের

পাকিস্তানের ড্রেসিং রুম থেকে ভেসে আসা খবর অনুযায়ী, দুবাইয়ে অনুশীলনের সময়ে পিঠে চোট পেয়েছেন তরুণ পেসার মহম্মদ ওয়াসিম জুনিয়র। বৃহস্পতিবার ২১ বছর পা রাখা এই পেসার আইসিসি'র একাডেমিতে দলের বোলিং সেশনের সময় পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করার কথা জানিয়েছেন ম্যানেজমেন্টকে।

মঙ্গলবার পাকিস্তান দল দুবাইয়ে পৌঁছার পর থেকে তিনিট ট্রেনিং সেশন করেছে এবং প্রতিটি সেশনেই ছিলেন ওয়াসিম। কিন্তু এবার পিঠের চোটে পুরো ট্রেনিং শেষ করতে পারেননি। এমআরআই করার পর জানা যাবে, তার চোট কতটা গুরুতর। আজ সন্ধ্যার দিকে তাঁর এমআরআই রিপোর্ট হাতে আসার কথা।

'ক্রিকইনফো'র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চোট মারাত্মক কিছু নয় বলেই মনে করছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। বাড়তি সতর্কতা অবলম্বন করতে ওয়াসিমকে অনুশীলন থেকে তুলে নেওয়া হয়েছে।

চলতি বছরের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের জার্সিতে অভিষেক হল মহম্মদ ওয়াসিম জুনিয়রের। এখনও পর্যন্ত সবুজ জার্সিধারীদের হয়ে ১১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ প্রতিনিধিত্ব করেছেন তিনি। ১৫.৮৮ গড় এবং ৮.১০ ইকোনমিতে নিয়েছেন ১৭ উইকেট। শাহিন শাহ আফ্রিির অনুপস্থিতিতে ভারতের বিরুদ্ধে উইকেট নেওয়ার জন্য তাঁর দিকেই চেয়ে রয়েছে পুরো পাকিস্তান। ২৮ অগস্ট এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে মুখোমুখি হবে পাকিস্তান।

Asia Cup: এশিয়া কাপের ইতিহাসে ভারত-পাকিস্তান ম্যাচের স্মরণীয় পাঁচ ঘটনাAsia Cup: এশিয়া কাপের ইতিহাসে ভারত-পাকিস্তান ম্যাচের স্মরণীয় পাঁচ ঘটনা

English summary
Mohammad Wasim Jr suffers back pain during practice, injury scare hits Pakistan. MRI report expected today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X