For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শামির সহমর্মী রিজওয়ান! টি ২০ বিশ্বকাপ দলের ভারতীয় পেসারের পাশে দাঁড়াতে বিসিসিআইয়ের ঘুম ভাঙল দেরিতে

Google Oneindia Bengali News

ভারত-পাকিস্তান ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণের শিকার হয়েছিলেন মহম্মদ শামি। তাঁর মা এবং পরিবারের সদস্যদেরও অশ্লীল ভাষায় কটাক্ষ করা হয়েছিল। পাকিস্তানের কাছে টাকা নিয়ে ম্যাচ ছেড়ে দেওয়ার গুরুতর অভিযোগ এনে তাঁকে পাকিস্তানে চলে যাওয়ার ফতোয়াও অনেকে জারি করেন সোশ্যাল মিডিয়ায়। গোটা ঘটনার প্রতিবাদ জানাতে অবশ্য বিসিসিআইয়ের ঘুম ভাঙল অনেক দেরিতে।

ভারতীয় পেসারের পাশে দাঁড়াতে বিসিসিআইয়ের ঘুম ভাঙল দেরিতে

শামিকে সোশ্যাল মিডিয়ায় এমন আক্রমণের প্রতিবাদ জানিয়ে গতকালই টুইট করেছিলেন বীরেন্দ্র শেহওয়াগ, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, মহম্মদ আজহারউদ্দিন, ভেঙ্কটেশ প্রসাদ, হরভজন সিং, যুজবেন্দ্র চাহাল, ইরফান ও ইউসুফ পাঠান-সহ প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। শেহওয়াগের টুইটকে রিটুইট করে শামির পাশে থাকার বার্তা দিয়েছিলেন। পাকিস্তানের সংবাদমাধ্যমেও শামিকে এভাবে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণের নিন্দা জানানো হয়। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে বিদ্রুপ করতে থাকা এক পাক ক্রিকেট সমর্থককে সাহসী শামি কীভাবে চুপ করিয়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। অনেকে সোশ্যাল মিডিয়ায় দাবি জানান, বৈষম্যের প্রতিবাদে যেভাবে ভারতীয় দল হাঁটু গেঁড়ে বসে বার্তা দিয়েছে তেমনই শামিকে যেভাবে আক্রমণ করা হয়েছে তারও প্রতিবাদ জানাক বিরাট কোহলির দল। উল্লেখ্য, ব্ল্যাক লাইভস ম্যাটারের সমর্থনে ভারত-পাকিস্তান ম্যাচে ভারতীয় দল বৈষম্যের প্রতিবাদে বার্তা দেয় তখনও হাঁটু গেঁড়ে বসে সতীর্থদের সঙ্গেই ছিলেন শামি। আর ম্যাচের পর তাঁকেই পড়তে হল আক্রমণের মুখে।

ভারতীয় পেসারের পাশে দাঁড়াতে বিসিসিআইয়ের ঘুম ভাঙল দেরিতে

তবে গতকাল থেকেই সবাইকে যে ব্যাপারটা অবাক করছিল সেটা হল বিরাট কোহলি-সহ টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের কেউই সোশ্যাল মিডিয়ায় শামিকে সমর্থন করে কোনও বার্তা না দেওয়া। ৩.৫ ওভারে শামি পাকিস্তান ম্যাচে ৪৩ রান দিয়ে কোনও উইকেট পাননি। তারপরই সতীর্থ এমন কুরুচিকর আক্রমণের মুখে পড়ছেন অথচ দলের সকলের চুপ এটা কীভাবে হতে পারে সেই হিসেবই মেলাতে পারছিলেন না অনেকে। তবে কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, শামিকে সমর্থন জানিয়ে কোনও বার্তা দিতে ক্রিকেটারদের নাকি নিষেধ করেছে বিসিসিআই। এমনকী বোর্ডের গাইডলাইনে নাকি বলা আছে, কোনও ট্রোলের জবাব দেওয়ার দরকার নেই। আগুনে ঘৃতাহুতি যাতে বড় সমস্যা তৈরি না করে সেই কারণেই নাকি এমন গাইডলাইন। বিসিসিআইয়ের তরফে তাই নাকি বিরাটদের বলা হয়, এই ব্যাপারে ঢোকার দরকার নেই। নিজেদের কাজে ফোকাসড থাকতে সকলকে পরামর্শ দেওয়া হয়।

এরই মধ্যে আজ শামির পাশে দাঁড়িয়ে বার্তা দেন পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ান। ভারত-পাক ম্যাচে এই রিজওয়ানকে নিয়েই অবিচ্ছেদ্য ওপেনিং জুটিতে ম্যাচ জিতিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। আজ শামির একটি ছবি পোস্ট করে রিজওয়ান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, একজন খেলোয়াড়কে কতটা চাপ, সংগ্রাম ও ত্যাগের মধ্যে দিয়ে যেতে হয় দেশ ও দেশবাসীর জন্য তা পরিমাপ করাই যায় না। মহম্মদ শামি একজন তারকা এবং বিশ্বের অন্যতম সেরা বোলারের একজন। দয়া করে আপনাদের তারকাকে সম্মান দিন। ক্রিকেট খেলা মানুষকে একজোট করে, বিভাজিত করে না।

অবশেষে ঘুম ভাঙে বিসিসিআইয়ের। ঘটনার পর এত ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর আজ বোর্ডের তরফে শামির পাশে থাকার বার্তা দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। শামির সঙ্গে বিরাট কোহলির একটি ছবি বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়েছে প্রাউড, স্ট্রং, আপওয়ার্ড অ্যান্ড অনওয়ার্ড! বোর্ডের দেরিতে ঘুম ভাঙা, ক্রিকেটারদের বিরত থাকতে বলার মধ্যে কী ধরনের হিসেব কাজ করছে সেটাই অবাক করছে ক্রিকেটপ্রেমীদের। যেখানে ব্ল্যাক লাইভস ম্যাটারের সমর্থনে টিম ইন্ডিয়া বার্তা দিচ্ছে, সেখানে দলের এক ক্রিকেটারের পাশে দাঁড়াতে কেন এত হিসেবি পদক্ষেপ সেটাই বোধগম্য হচ্ছে না। শামিকে গেরুয়া শিবিরের অনেকেই আক্রমণ করেছিলেন। সাংসদ মহুয়া মৈত্র সে কথা টুইটেও লেখেন যে ভক্তদের এমন লজিক সাফল্যের জন্য হিন্দুদের কৃতিত্ব দেওয়া হয়, খারাপ সময়ে দোষারোপ করা হয় মুসলিমকে! অমিত শাহের পুত্র জয় শাহ বোর্ডের সচিব। সে কারণেই শামির পাশে দাঁড়াতে বিসিসিআইয়ের এত মেপে পা ফেলা কিনা তা নিয়ে জল্পনা চলছেই।

English summary
Pak Opener Mohammad Rizwan Urged People To Show Respect To Players Voicing His Support For Mohammed Shami. BCCI Also Backs Shami With A Photo Of Virat Kohli And The Indian Pacer.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X