For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাডাম গিলক্রিস্ট, ঋষভ পন্থ, এবি ডেভিলিয়ার্সেরদের সঙ্গে একই আসনে জায়গা করে নিলেন মহম্মদ রিজওয়ান

অ্যাডাম গিলক্রিস্ট, ঋষভ পন্থ, এবি ডেভিলিয়ার্সেরদের সঙ্গে একই আসনে জায়গা করে নিলেন মহম্মদ রিজওয়ান

Google Oneindia Bengali News

মহম্মদ রিজওয়ানের দুরন্ত শতরানের সৌজন্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পঞ্চমদিন রুদ্ধশ্বাস ম্যাচ শেষ পর্যন্ত ড্র করল পাকিস্তান। আট উইকেট হাতে নিয়ে পঞ্চম দিনে ৫০৬ রান তাড়া করতে নেমেছিল পাকিস্তান। সেখানে দিনের শেষে সাত উইকেট হারালেও নিজেদের নার্ভ ধরে রেখেছিল পাকিস্তান এবং সেই কারণেই করাচি টেস্ট ড্র করে মাঠ ছাড়ল বাবর আজমের দল।

 অ্যাডাম গিলক্রিস্ট, ঋষভ পন্থ, এবি ডেভিলিয়ার্সেরদের সঙ্গে একই আসনে জায়গা করে নিলেন মহম্মদ রিজওয়ান

পাকিস্তানের হয়ে ম্যাচ বাঁচানোর ইনিংস খেলেন পাক অধিনায়ক বাবর আজম এবং উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ান। বাবরের ব্যাট থেকে এই ম্যাচে আসে ১৯৬ রানের ইনিংস। অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেন মহম্মদ রিজওয়ান। নিজের ইনিংসের মধ্যে দিয়ে বাবরের একের পর এক রেকর্ড ভাঙার দিন পাকিস্তানকে শেষ পর্যন্ত ম্যাচে টিকিয়ে রাখেন মহম্মদ রিজওয়ান। টেস্ট কেরিয়ারে এটি রিজওয়ানের দ্বিতীয় শতরান। এই সেঞ্চুরির ফলে চতুর্থ ইনিংসে শতরানকারী দ্বিতীয় পাকিস্তানি উইকেটরক্ষক- ব্যাটসম্যান হলেন রিজওয়ান। ১৯৯৫ সালে প্রথম এই নজির অর্জন করেছিলেন মইন আলি। বিশ্বব্যাপী উইকেটরক্ষকদের তালিকায় সপ্তম রিজওয়ান যিনি চতুর্থ ইনিংসে শতরান পেয়েছেন। এই নজির আগে থেকে অর্জন করেছেন এবি ডিভিলিয়ার্স, অ্যাডাম গিলক্রিস্ট, ঋষভ পন্থ, ম্যাট প্রিয়র এবং অ্যালান নট।

যদিও ৯১ রানে জীবনদান পান রিজওয়ান। তাঁর ক্যাচ মিস করেন মহম্মদ রিজওয়ান। ম্যাচের শেষে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, "অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে পাঁচটা সেশন ব্যাট করে টেস্ট ম্যাচ বাঁচানো না মোটেও সহজ বিষয় নয়। আমি এবং বাবর যখন ব্যাটিং করছিলাম তখন ভেবেছিলাম রান তাড়া করে ম্যাচ বের করার ব্যপারে। বল অত্যন্ত পুরনো হয়ে গিয়েছিল এবং সেটার বিরুদ্ধে দ্রুত রান তোলা সম্ভব হচ্ছিল না।" তাঁর আরও সংযোজন, "আমাদের একটা সাধারণ প্ল্যান ছিল। আমরা প্রতিটা সেশন ধরে ধরে খেলব। অবশ্যই ম্যাচের শেষ লগ্নে চাপ ছিল কিন্তু আমি চেষ্টা করেছিলাম মাথা ঠান্ডা রাখতে। শুধু আমি এটাই বলতে পারি বাবর বিশ্বের এক নম্বর ক্রিকেটার এই বিষয়ে কোনও সন্দেহ থাকতে পারে না। প্রত্যেকে এটা জানে। দু'দিন ব্যাটিং করে একটা টেস্ট ম্যাচ বাঁচানো সহজ কথা নয় এবং তাও অস্ট্রেলিয়ার মতো দুর্দান্ত এক দলের বিরুদ্ধে।"

English summary
Mohammad Rizwan scored his second Test century and helped Pakistan escape with a memorable draw against Australia. With this century he entered in the illustrative list comprising Adam Gilchrist, Rishabh Pant, AB de Villers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X