For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টানা ৭ বলে ৭টি ছয়, জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় আফগানিস্তানের

বাংলাদেশ-আফগানিস্তান ও জিম্বাবোয়ের মধ্যে ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে অভিযান শুরু রাশিদদের। প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে হারালো আফগানিস্তান।

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশ-আফগানিস্তান ও জিম্বাবোয়ের মধ্যে ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে অভিযান শুরু রাশিদদের। প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে হারালো আফগানিস্তান।

রাশিদদের জয়

টি-টোয়েন্টি লড়াইয়ে প্রথমে ব্যাটে করে ১৯৭ রান তুলে বিপক্ষের উপর চাপ বাড়ায় আফগান দল। জবাবে জিম্বাবোয়ে ১৬৯ রানে অল-আউট হয়ে যায়। রাশিদরা ম্যাচ জেতে ২৮ রানে। রবিবারে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মুখোমুখি হবে আফগানিস্তান।

সাত বলে সাত ছয়!

টস জিয়ে আফগানিস্তানকে ব্যাটিং করতে পাঠায় জিম্বাবোয়ে। এরপর ঝড়ো ব্যাটিং আফগানদের। ম্যাচের সবচেয়ে আলোচিত অংশ, সাত বলে সাত ছয়!

১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে আফগানিস্তান। এরপর ব্যাটিংয়ে গিয়ার পাল্টে মহম্মদ নবি ও নাজিবুল্লাহ জাদরান জুটিতে ৭ বলে ৪২ রান হাঁকান। দু'জনে মিলে টানা ৭ বল ৭টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে স্কোরবোর্ডে ৪২ রান জোড়েন। পঞ্চম উইকেটে তাঁদের ১০৭ রানের পার্টনারশিপে ভর করেই ১৯৭ রানে পৌঁছায় আফগানিস্তান। ১৭ তম ওভারে শেষ চার বলে চারটি ছক্কা হাঁকান নবি। এরপর ১৮ তম ওভারে প্রথম তিন বলে তিনটি ছক্কা হাঁকান জাদরান। ৬৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। অন্যদিকে ৩৮ রান হাঁকিয়ে আউট হন নবি।

বল হাতে পারফর্ম্যান্স

বল হাতে রাশিদ খান ৪ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান খরচ করে ২ উইকেট তুলে নেন। অন্যদের মধ্যে ফারিদ আহমেদ ২টি উইকেট পেয়েছেন।

English summary
Mohammad Nabi-Najibullah Zadran hits7 sixes in 7 balls, afg win against bang by 28 runs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X