For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লর্ডসে সৌরভের দাদাগিরির ১৮ বছর! কাইফ বললেন ম্যাচ জিতিয়ে নিজেকে অমিতাভ মনে হয়েছিল

লর্ডসে সৌরভের দাদাগিরির ১৮ বছর! কাইফ বললেন ম্যাচ জিতিয়ে নিজেকে অমিতাভ মনে হয়েছিল

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেটের মক্কা ইংল্যান্ডের লর্ডসে সৌরভের দাদাগিরির ১৮ বছর। ২০০২-এর ১৩ জুলাই ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ইংল্যান্ডকে আজকের দিকে ধরাশায়ী করে ব্যালকনিতে জার্সি খুলে ঘুরিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটের ইতিহাস যা আজীবন চিরস্মরণীয় ফ্রেম হয়ে থাকবে। লক্ষ লক্ষ দেশবাসীর স্বপ্নপূরণের সেই ম্যাচের বিভিন্ন মুহূর্ত আজ সোশ্যাল মিডিয়া ঘুরেফিরে ক্রিকেট ফ্যানেদের ওয়ালে ওয়ালে ভাইরাল।

রাজস্থান (১০)

রাজস্থান (১০)

দেশের পশ্চিমাংশের রাজ্য রাজস্থান বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণের জায়গা। ৪ কোটি ১৫ লক্ষ পর্যটক ২০১৬ সালে এই রাজ্যে বেড়াতে গিয়েছেন। এখানকার মরু এলাকা, সুবিশাল এক একটা কেল্লা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে।[আন্দামান: অগ্ন্যুৎপাতের পরও বেড়াতে যাওয়া যাবে ব্যারেন দ্বীপে !]

কাইফ কী বললেন

কাইফ কী বললেন

ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের নায়ক মহম্মদ কাইফ ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ১৮ বছর পূর্তিতে স্মৃতিচারণা করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২৬ রানের পাহাড়় প্রমাণ রান তাড়া করার অসম্ভবকে সম্ভব করে ফিরেছিলেন কাইফ। এদিন তিনি স্মৃতিরোমন্থন করে বলেছেন,সেই ম্যাচ জয়ের পর যখন তিনি এলাবাদ ফিরলেন, তখন তাঁকে স্বাগত জানানো হয়েছিল সুপারস্টার অমিতাভ বচ্চনের মতো। প্রসঙ্গত ফাইনালে সেদিন ৮৭ রানে অপরাজিত থেকে কাইফ ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

গুজরাত (৯)

গুজরাত (৯)

রাজস্থানের পাশের রাজ্য গুজরাত পর্যটক টানার ক্ষেত্রে গত কয়েকবছরে উল্লেখযোগ্য উন্নতি করেছে। দেশীয় পর্যটক টানার ব্যাপারে ২০১৬ সালের হিসাবে নবম স্থানে রয়েছে গুজরাত। সবমিলিয়ে মোট ৪ কোটি ২৮ লক্ষ পর্যটক গুজরাত পর্যটনে গিয়েছেন।[(ছবি) ভারতের সেরা 'রোমান্টিক ডেস্টিনেশন'গুলিতে চাইলেই যেতে পারেন আপনি]

সচিন আউট হতে পরিবারকে নিয়ে কাইফের বাবা দেবদাস দেখতে যান

সচিন আউট হতে পরিবারকে নিয়ে কাইফের বাবা দেবদাস দেখতে যান

স্মৃতি রোমন্থন করতে গিয়ে কাইফ আরও বলেন, 'সেদিনের কথা বলতে গেলে আমার বাড়ির একটি ঘটনা মনে পড়ে। আমি যখন ব্যাট করতে নামছিলাম, তখন স্টেডিয়াম থেকে দর্শকরা ফিরে যাচ্ছিলেন। সচিন তখন আউট হয়ে গেছে। সচিন আউট হতে তখন আমার বাড়ির লোকজনও টিভির সামনে থেকে উঠে গিয়েছিল।সচিন আউট হওয়ার পর আমার বাবা গোটা পরিবারকে নিয়ে পাশের সিনেমা হলে গিয়েছিলেন দেবদাস দেখতে গিয়েছিলেন।'

তেলঙ্গানা (৮)

তেলঙ্গানা (৮)

অন্ধ্রপ্রদেশ ভাগ হওয়ার পরে তেলঙ্গানায় আলাদা করে পর্যটনের জায়গা তৈরি না হলেও নানা আকর্ষণীয় জায়গা এই রাজ্যের মধ্যে পড়েছে। ফলে সারা দেশ থেকে লাখো লাখো মানুষ এই রাজ্যে আসেন ঘুরতে। যা পর্যটন মানচিত্রে উপরের দিকে স্থান দিয়েছে এই রাজ্যকে। তেলেঙ্গানায় ২০১৬-র হিসাবে ৭ কোটি ১৫ লক্ষ পর্যটক এসেছে যার ফলে এটি রয়েছে অষ্টম স্থানে।[পশ্চিমবঙ্গের এই ৫টি রাজবাড়িতে রয়েছে রাত্রিবাসের রাজকীয় বন্দোবস্ত]

হুডখোলা জিপে ঘোরানো

হুডখোলা জিপে ঘোরানো

টাইমমেশিন ২০০২ সালের চিরস্মরণীয় স্মৃতি উসকে দিয়ে কাইফ আরও বলেছেন, 'আমি ঘর ফিরতে একটা হুডখোলা জিপে দাঁড় করিয়ে আমাকে নিয়ে শোভাযাত্রা করা হল। রাস্তার অসংখ্য মানুষ আমায় মালা পড়াবেন বলে দাঁড়িয়েছিলেন।'

পশ্চিমবঙ্গ (৭)

পশ্চিমবঙ্গ (৭)

বাংলার প্রাকৃতিক বৈচিত্র্যের টানে সারা দেশ থেকেই পর্যটক এরাজ্যে ছুটে আসেন। এছাড়া বাঙালি নিজেই ভ্রমণপিপাসু। উত্তরে রয়েছে হিমালয় পর্বতের পাদদেশের নানা অপূর্ব এলাকা ও দক্ষিণে রয়েছে সুন্দরবনের মতো পর্যটনস্থল। এই দুইয়ের টানেই বাংলা সবসময়ই পর্যটন মানচিত্রে স্থান করে নেয়। ২০১৬ সালে এরাজ্যে ৭ কোটি ৪৫ লক্ষ পর্যটক এসেছিলেন।[(ছবি) ভারতে সেরা জঙ্গল সাফারি করতে পারবেন এই জায়গাগুলিতে]

সুপারস্টার অমিতাভের মতো স্বাগত জানানো আজও মনে পড়ে কাইফের

সুপারস্টার অমিতাভের মতো স্বাগত জানানো আজও মনে পড়ে কাইফের

এখানে না থেমে স্মৃতিরোমন্থনে কাইফ শেষে জুড়েছেন 'ছোটবেলায় অমিতাভ বচ্চনকে এভাবে স্বাগত জানানো হয়েছিল এলাহাবাদে। এক মুহূর্তের জন্য সেদিন নিজেকে অমিতাভ বচ্চন মনে হয়েছিল।'

মহারাষ্ট্র (৬)

মহারাষ্ট্র (৬)

দেশের সবচেয়ে ধনী শহর মুম্বই অবস্থিত মহারাষ্ট্রে। প্রতিবছরই বহু মানুষ এরাজ্যের নানা বিখ্যাত জায়গায় ঘুরতে আসেন। পশ্চিমঘাট পর্বতমালার নানা দর্শনীয় স্থান, তার সঙ্গে মুম্বই পুনের মতো শহরও যথেষ্ট পর্যটক টানতে সক্ষম। সবমিলিয়ে গতবছরে মহারাষ্ট্রে ১১ কোটি ৫৪ লক্ষ পর্যটক এসেছিলেন।[(ছবি) বঙ্গোপসাগরের তীরে ভারতের সবচেয়ে সুদৃশ্য সমুদ্র সৈকতগুলি একঝলকে]

কর্ণাটক (৫)

কর্ণাটক (৫)

দক্ষিণের সবচেয়ে উন্নত রাজ্যের একটি বলে পরিচিত কর্ণাটক শিল্প টানার পাশাপাশি পর্যটক টানার ক্ষেত্রেও প্রথম পাঁচে রয়েছে। ২০১৬ সালে ১২ কোটি ৯৮ লক্ষ পর্যটক এই রাজ্যের নানা জায়গায় ভ্রমণ করেছেন।

অন্ধ্রপ্রদেশ (৪)

অন্ধ্রপ্রদেশ (৪)

একদিকে নানা দেবদেবীর মন্দির ও সঙ্গে সুদৃশ্য সমুদ্রতট অন্ধ্রপ্রদেশকে পর্যটন মানচিত্রে সবসময়ই উপরের দিকে রাখে। ২০১৬ সালে অন্ধ্রে ১৫ কোটি ৮৫ লক্ষ পর্যটক এসেছিলেন বলে জানা গিয়েছে।

মধ্যপ্রদেশ (৩)

মধ্যপ্রদেশ (৩)

নানা পৌরানিক স্থান ও ভারতীয় সংষ্কৃতির ঐতিহ্য বহন করে চলেছে মধ্যপ্রদেশের নানা এলাকা। আর সেই সভ্যতার টানেই বহু পর্যটক বছরভর মধ্যপ্রদেশে ভিড় করেন। এরাজ্যে ২০১৬ সালে ১৮ কোটি ৪৭ লক্ষ পর্যটক এসেছেন, এমনটাই বলছে সরকারি তথ্য।

উত্তরপ্রদেশ (২)

উত্তরপ্রদেশ (২)

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ পর্যটক টানার বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে। এলাহাবাদ থেকে শুরু করে নানা এলাকা এখানকার ভারত বিখ্যাত। ২০১৬ সালে ২২ কোটি ৯৬ লক্ষ মানুষ পর্যটনে এসেছেন।

তামিলনাড়ু (১)

তামিলনাড়ু (১)

পর্যটক টানার ক্ষেত্রে তামিলনাড়ু সারা ভারতে সবচেয়ে এগিয়ে রয়েছে। এখানকার সমুদ্র সৈকত, পাহাড়ি এলাকার পাশাপাশি দেবদেবীর নানা ঐতিহাসিক স্থান পর্যটন স্থল হিসাবে তামিলনাড়ুতে প্রথম স্থানে বসিয়েছে। ২০১৬ সালে মোট ৩৪ কোটি ৪৩ লক্ষ মানুষ তামিলনাড়ুতে ঘুরতে এসেছেন।

মোহনবাগান রত্নে ভূষিত হতে চলেছেন কোন দুই কিংবদন্তিমোহনবাগান রত্নে ভূষিত হতে চলেছেন কোন দুই কিংবদন্তি

English summary
Mohammad Kaif recalls celebrations ater 2002 Natwest Series,says felt like Amitabh Bachchan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X