For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তারকা ক্রিকেটারকে সম্মান দেবে না পাকিস্তান আগেই জানতেন হাফিজ, অনেক আগেই বলেছিলেন অবসর নিতে

তারকা ক্রিকেটারকে সম্মান দেবে না পাকিস্তান আগেই জানতেন হাফিজ, অনেক আগেই বলেছিলেন অবসর নিতে

Google Oneindia Bengali News

আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য পাকিস্তানের দল ঘোষণা হওয়ার আগে ক্রিকেট বিশেষজ্ঞ, ক্রিকেটপ্রেমী এবং পাক ক্রিকেটের সমর্থকেরা আশা করেছিলেন বর্ষীয়ান অলরাউন্ডার শোয়েব মালিক সুযোগ পাবেন দলে। কিন্তু সমর্থক এবং বিশেষজ্ঞরা হতাশ হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র প্রকাশিত ১৫-সদস্যের বোর্ডে শোয়েবের নাম না দেখে। শোয়েব মালিককে বিশ্বকাপের দলে না দেখে সমর্থকরা যখন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ জানালেন তিনি শোয়েবকে বলেছিলেন অবসর নিয়ে নেওয়ার জন্য কারণ তিনি জানতেন পাকিস্তানের দলে শোয়েবকে সুযোগ দেবেন না নির্বাচকরা বা তাঁকে প্রাপ্য সম্মান থেকেও বঞ্চিত করা হবে।

শোয়েবকে অবসর নেওয়ার কথা বলেছিলেন হাফিজ:

শোয়েবকে অবসর নেওয়ার কথা বলেছিলেন হাফিজ:

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ হাফিজ বলেছিলেন, "প্রায় ২১-২২ বছরের কাছাকাছি পাকিস্তান ক্রিকেটকে নিজের সেরাটা দিয়েছে মালিক। দীর্ঘ দিন ধরে যে ভাবে নিজের ফিটনেস ধরে রেখেছে তা প্রশংসাযোগ্য। যখন আমি অবসর নিই তখন মালিককে বলেছিলাম অবসর নিয়ে নেওয়ার জন্য কারণ আমি জানতাম ওকে সম্মান েওয়া হবে না কারণ এটা আমার ক্ষেত্রেও হয়েছিল। আমি মনে করি ও শেষ একটা অবস্থানের জন্য অপেক্ষা করছিল কিন্তু ক্রিকেট এই রকমই নিষ্ঠুর।"

ফেয়ারওয়েল ম্যাচও দেওয়া হয়নি মালিককে:

ফেয়ারওয়েল ম্যাচও দেওয়া হয়নি মালিককে:

মহম্মদ হাফিজ আরও জানিয়েছেন, "দুর্ভাগ্যের বিষয় হল ও যখন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে তখন ফেয়ারওয়েল ম্যাচও দেওয়া হয়নি। ও পাকিস্তান ক্রিকেটকে কী সার্ভিস দিয়েছে তা মনে করে একটা ফেয়ারওয়েল ম্যাচ ওকে দেওয়া উচিৎ ছিল। কাউকে ফেয়ারওয়েল দেওয়ার সময় এলেই আমাদের ম্যানেজমেন্ট পিছিয়ে আসে।"

ভুল যাবেন না ২২ বছর ধরে ও খেলছে:

ভুল যাবেন না ২২ বছর ধরে ও খেলছে:

শোয়েব মালিক বিশ্বকাপের দলে থাকলে এক জন সিনিয়র ক্রিকেটারকে পেত পাকিস্তান মনে করেন হাফিজ। মহম্মদ হাফিজ বলেছেন, "ও যদি বিশ্বকাপে অংশ নিত তা হলে এক জন সিনিয়র ক্রিকেটারকে পেত দল। এটা বলবেন না যে ও কাট-পুল খেলতে পারে না। ভুলে যাবেন না যে ২২ বছর ধরে ক্রিকেট খেলেছে, তা হলে ও এই শটগুলো খেলেনি? আমাদের বুঝতে হবে যে আমাদের ঠিকঠাক ক্রিকেটার লাগবে যাতে উইনিংস কম্বেনেশন তৈরি করা যায়। সে ২০ বছরের হোক বা ৪০ বছরের।"

১৫-সদস্যের পাকিস্তান দল:

১৫-সদস্যের পাকিস্তান দল:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদিররিজার্ভ: ফখর জামান, মোহাম্মদ হারিস, শাহনওয়াজ দাহানি

 মিচেল জনসনের হোটেলের ঘরে সাপ! নাগিন-প্রেমী বাংলাদেশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়ে মস্করা সোশ্যাল মিডিয়ায় মিচেল জনসনের হোটেলের ঘরে সাপ! নাগিন-প্রেমী বাংলাদেশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়ে মস্করা সোশ্যাল মিডিয়ায়

English summary
Mohammad Hafeez said he knew Shoaib Malik will not be respected and told him to take retirement earlier
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X