For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিম ইন্ডিয়ার হেড কোচ হতে এক পায়ে খাড়া এই প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি

টিম ইন্ডিয়ার হেড কোচ হতে এক পায়ে খাড়া এই প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন মহম্মদ আজহারউদ্দিন। তিনি এই দায়িত্ব দুর্দান্তভাবে পালন করতে পারবেন বলেও মনে করেন দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। নিজের দাবির স্বপক্ষে যুক্তিও খাড়া করেছেন আজহার।

আজহারের ব্যাটিং কেরিয়ার

আজহারের ব্যাটিং কেরিয়ার

১৯৮৪ সালে ভারতীয় দলে অভিষেক ঘটেছিল মহম্মদ আজহারউদ্দিনের। দেশের হয়ে ৯৯টি টেস্ট ও ৩৩৪টি ওয়ান ডে ম্যাচ খেলা আজহার দুই ফর্ম্যাটে যথাক্রমে ৬২১৫ ও ৯৩৭৮ রান করেছেন। দুই ফর্ম্যাট মিলিয়ে ২৯টি শতরানেরও মালিক মহম্মদ আজহারউদ্দিন। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে কেরিয়ারের প্রথম তিনটি টেস্টে শতরানের রেকর্ড রয়েছে আজহারের ঝুলিতে।

অধিনায়ক আজহার

অধিনায়ক আজহার

১৯৮৯ সালে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন মহম্মদ আজহারউদ্দিন। ১৯৯২, ১৯৯৬ এবং ১৯৯৯ বিশ্বকাপের পাশাপাশি দেশেকে ৪৭টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন আজহার। ১৪টি ম্যাচে জয় হাসিল করেছে ভারত। দেশকে নেতৃত্ব দেওয়া ১৭৪টি ওয়ান ডে-র মধ্যে ৯০টি ম্যাচ জিততে পেরেছেন মহম্মদ আজহারউদ্দিন।

শততম টেস্ট না খেলার আক্ষেপ

শততম টেস্ট না খেলার আক্ষেপ

২০০০-এর কুখ্যাত ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের। ২০১২ সালে গড়াপেটার অভিযোগ থেকে মুক্তি পেলেও দেশের হয়ে ১০০টি টেস্ট না খেলার আক্ষেপ রয়েই গিয়েছে আজহারের মনে। তাই আবার কোনও ভাবে টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হতে পারলে তিনি খুশি হবেন বলেও জানিয়েছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি।

কোচ হতে চান

কোচ হতে চান

টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার সুযোগ পেলে, তিনি তা ছাড়বেন না বলে সাফ জানিয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তাছাড়া তিনি বিরাট কোহলিদের কোচ হলে ব্যাটিং ও ফিল্ডিং বিভাগে আলাদা কোচ রাখার খরচ থেকে বিসিসিআই বেঁচে যাবে বলে মনে করেন আজহার। কারণ ওই দুই বিভাগে নিজের পারদর্শীতার ছায়া পরবর্তী প্রজন্মের মাথায় ফেলতে পারবেন বলে বিশ্বাস করেন মহম্মদ আজহারউদ্দিন।

'অস্ট্রেলিয়ার মাঠে ভারতের কাছে গোলাপি বলে ম্যাচ কঠিন চ্যালেঞ্জ''অস্ট্রেলিয়ার মাঠে ভারতের কাছে গোলাপি বলে ম্যাচ কঠিন চ্যালেঞ্জ'

English summary
Mohammad Azharuddin is ready to coach Virat Kohli-led Team India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X