For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোহালি টেস্টে অনন্য নজির রবিচন্দ্রণ অশ্বিনের, ছুঁলেন কপিল দেবকে

কপিল দেব একমাত্র ভারতীয় হিসাবে এক বছরে টেস্টে ৫০০-র বেশি রান ও ৫০টির বেশি উইকেট নিয়েছিলেন। মোহালি টেস্টে অর্ধশতরান করার ফলে অশ্বিনও এক ক্যালেন্ডার বছরে ৫৩০ রান ও ৫৬ উইকেট নিয়ে কপিলকে স্পর্শ করলেন।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যে মোহালি টেস্ট ৮ উইকেটে জিতে পাঁচ টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে বিরাট কোহলির ভারত। আপাতত তিনটি টেস্ট খেলে ২-০ এগিয়ে ভারত। এখনও সিরিজের দুটি টেস্ট বাকী রয়েছে।

প্রথম টেস্ট ভারত কবে জিতেছিল? সেই ইতিহাস জানেন কি?

এই মুহূর্তে কোন কোন খেলায় সেরার সেরা ভারত? জানেন কি?

এই সিরিজের আগে থেকেই বোলিং অলরাউন্ডার হিসাবে নিজের জাত চিনিয়ে আসছেন ভারতের একনম্বর স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। লোয়ার মিডল অর্ডারে নেমে টেল এন্ডারদের সঙ্গে মিলে রান করা যেন এখন অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। আর এই করতে গিয়েই এক অনন্য রেকর্ড তৈরি করে ফেলেছেন অশ্বিন।

মোহালি টেস্টে অনন্য নজির রবিচন্দ্রণ অশ্বিনের, ছুঁলেন কপিলকে

এই ম্যাচেও যেমন, বল হাতে মোট ৪ উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৭২ রানের এক অসাধারণ অর্ধশতরান করেন তিনি। যার ফলে কার্যকর লিড নিয়ে সমর্থ হয় ভারত। মোহালি টেস্টেই তামিলনাড়ুর এই ক্রিকেটার এক অনন্য রেকর্ড করে কপিল দেবকে ছুঁলেন।

১৯৮২ সালে ওয়ান ডে ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেছিলেন কে? জানেন কি?

জেনে নিন কেন পৃথিবীর সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান?

কপিল দেব একমাত্র ভারতীয় হিসাবে এক ক্যালেন্ডার বর্ষে টেস্টে ৫০০-র বেশি রান ও ৫০টির বেশি উইকেট নিয়েছিলেন। ১৯৭৯ সালে টেস্টে এক বছরে ৬১৯ রান ও ৭৪ উইকেট নেন কপিল। এরপরে ১৯৮৩ সালেও একইভাবে ৫৭৯ রান ও ৭৫টি উইকেট নেন।

মোহালি টেস্টে অর্ধশতরান করার ফলে অশ্বিনও এক ক্যালেন্ডার বছরে ৫৩০ রান ও ৫৬ উইকেট নিয়ে কপিলকে স্পর্শ করলেন।

এই দুজন বাদেও আরও পাঁচজন খেলোয়াড় টেস্টে এই কৃতিত্ব করে দেখিয়েছেন। এরা হলেন ইংল্যান্ডের ইয়ান বোথাম (দু'বার) ও অ্যান্ড্রু ফ্লিনটফ, দক্ষিণ আফ্রিকার শন পোলক (দু'বার), অস্ট্রেলিয়ার মিচেল জনসন, নিউ জিল্যান্ডে ড্যানিয়েল ভেট্টোরি।

English summary
Mohali test : Ravichandran Ashwin equals Kapil Dev's record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X