For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা ক্রিকেটের উন্নতিতে মিতালির দাওয়াই

মহিলা ক্রিকেটের উন্নতির জন্য মিতালির দাওয়াই 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

২০১৭- মহিলা বিশ্বকাপের সময় ভারতীয় দলকে ঘিরে তৈরি হয়েছিল আগ্রহ। নিয়মিত দেখা হচ্ছিল ম্যাচ। শুধু মিতালি-ঝুলন নয়, হরমনপ্রীত, ভেদা কৃষ্ণমূর্তিরাও পৌঁছে গিয়েছিলেন ঘরে ঘরে।

কিন্তু সেখানে থেমে থাকলে বা সেটা নিয়ে মাতামাতি করতে নারাজ ভারত অধিনায়ক মিতালি রাজ। তাঁর মতে মহিলা ক্রিকেট দলকে যদি সত্যি সত্যিই উন্নতির শিখরে যেতে হয় তাহলে কয়েকটা নিয়ম অনুসরণ করতে হবে। মিতালি প্রস্তাব দিয়েছেন যত বেশি সংখ্যক ম্যাচ খেলতে হবে ভারতীয় মহিলা দলকে। শুধু এটুকুই নয়, একইসঙ্গে সেইসব ম্যাচ যাতে টেলিভিশনে দেখানো হয় তারও ব্যবস্থা করতে হবে।

মহিলা ক্রিকেটের উন্নতিতে মিতালির দাওয়াই

মিতালির মতে যত বেশি সংখ্যক ম্যাচ টিভিতে দেখানো হবে ততই তাঁদের ফ্যান বেস বাড়বে। টিভিতে দেখানো হলে ক্রিকেটাররাও নিজেদের খেলার মান আরও উন্নত করবেন। এরই সঙ্গে বেঞ্চের শক্তি বাড়ানোর ওপরও জোর দিয়েছেন মিতালি। তাঁর মতে বিরাটদের দলে যেরকম প্রথম এগারোর বাইরেও বহু ক্রিকেটার রয়েছেন যাঁরা বিশ্বমানের উপযুক্ত , ঠিক তেমনই চাই মহিলা দলেও। ভেদা, হরমনপ্রীত, স্মৃতি মন্ধনাদের বাইরেও তারকা তৈরি করতে হবে।

English summary
Mithali Raj wants more matches for women
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X