মিতালির স্ট্রেট ড্রাইভ, উড়ে গেল সমালোচকরা
২০১৭ বিশ্বকাপে তাঁর নেতৃত্বে রানার্স হয়ে ফিরেছিল ভারতীয় মহিলা দল। তিনি মিতালি রাজ। ভারতীয় দলের অধিনায়ক মিতালি বেশ ঠোঁট কাটা। এর আগে যখন তাঁক প্রিয় পুরুষ ক্রিকেটারের নাম জিজ্ঞাসা করা হয়েছিল, তখন গর্জে উঠেছিলেন তিনি। উল্টো দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে জানতে চেয়েছিলেন পুরুষ ক্রিকেটারদের কী জিজ্ঞাসা করা হয় তাঁদের প্রিয় মহিলা ক্রিকেটারের নাম কী।

এরকমভাবেই ফের একবার গর্জে উঠলেন মিতালি রাজ। বিশ্বকাপের পর থেকে আর পাঁচজন সেলিব্রটির মত নিয়মিত তাঁর প্রোফাইলও নজরে থাকে। একদিন আগে বেঙ্গালুরুতে একটি ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে গিয়েছিলেন মিতালি। সঙ্গে ছিলেন ভেদা কৃষ্ণমূর্তি, প্রাক্তন ক্রিকেটার মমতা মাবেন। নিজের ক্রিকেট উদ্বোধনের ছবি পোস্টও করেন মিতালি। এরপরই শুরু বিতর্ক।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">What a momentous day today was, standing with these special women!!<a href="https://twitter.com/MabenMaben">@MabenMaben</a> <a href="https://twitter.com/AlNooshin">@AlNooshin</a> <a href="https://twitter.com/vedakmurthy08">@vedakmurthy08</a> <a href="https://t.co/EsNwRN2G7N">pic.twitter.com/EsNwRN2G7N</a></p>— Mithali Raj (@M_Raj03) <a href="https://twitter.com/M_Raj03/status/899201019153850369">August 20, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>মিতালিকে ছবিতে ঘামে ভেজা অবস্থায় দেখা যাচ্ছে, এতেই একজন বেঁকা মন্তব্য করে জানান, 'ম্যাডাম আপনাকে ঘামতে দেখা যাচ্ছে -এটা খারাপ,' এই বলে বিদ্রুপাত্মক হাসেন মন্তব্যকারী। এরই প্রত্যুত্তরে জ্বলে উঠেছেন মিতালি। সপাটে স্ট্রেট ড্রাইভে সমালোচককে উড়িয়ে দিয়ে বলেছেন, ' আমি মাঠে থাকি তাই আমি ঘামি, এতে লজ্জা পাওয়ার কিছু আছে বলে মনে করি না। আমি একটি ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন করতে মাঠে হাজির হয়েছিলাম।'
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">I m where I m because I sweated it out on d field! I see no reason 2 b ashamed f it, when I'm on d ground inaugerating a cricket academy. <a href="https://t.co/lC5BOMf7o2">https://t.co/lC5BOMf7o2</a></p>— Mithali Raj (@M_Raj03) <a href="https://twitter.com/M_Raj03/status/899323452535955456">August 20, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>