ভাষা সমস্যা নিয়ে সমালোচক নেটিজেনের খোঁচার উত্তর দিলেন মিতালি
অধিনায়ক হিসেবে এলিট ক্লাবে ঢুকে পড়েছেন মিতালী রাজ। সোমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওডিআই জিতে, ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রসঙ্গত শেষ ওডিআই জয়টি দেশের অধিনায়িকা হিসেবে মিতালীর ১০০তম আন্তর্জাতিক ম্যাচ জয়।

এই কীর্তির দিনেও বিতর্কে মিতালী। ভারতের ম্যাচ জয়ের পর, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। যে পোস্টে মিতালীকে তামিল ভাষা বলতে না পারার জন্য খোঁচা দেওয়া হয়েছে। এক ফ্যান মিতালীকে তামিল বলতে না পারার জন্য ভৎর্সনা করেন। পোস্টটিতে লেখা হয়, 'মিতালী নাকি তামিল বলতে জানে না। সেকারণেই সর্বত্র ইংলিশ, তেলেগু বা হিন্দিতে কথা বলেন।'
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">தமிழ் என் தாய் மொழி..<br>நான் தமிழ் நன்றாக பேசுவேன்..<br>தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை.. but above it all I am very proud indian ! Also my dear sugu ,you constant criticism on each and every post of mine ,you day to day advice on how and what should I do is exactly what keeps me going <a href="https://t.co/udOqOO2ejx">https://t.co/udOqOO2ejx</a></p>— Mithali Raj (@M_Raj03) <a href="https://twitter.com/M_Raj03/status/1184149591651827712?ref_src=twsrc%5Etfw">October 15, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এমন মন্তব্যে পাল্টা দিতে ছাড়েননি মিতালী। মাঠে বোলারদের বিরুদ্ধে যেভাবে শাসন করেন। ঠিক তেমনিই ব্যক্তিগত এই আক্রমণের প্রতিবাদ করে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওডিআই অধিনায়িকা টুইটে ঐ ফ্যানকে টার্গেট করে লিখেছেন, 'তামিল আমার মাতৃভাষা। আমি তামিল ভাষাতে কথা বলতে বেশ সচ্ছন্দবোধ করি।' সঙ্গে জুড়েছেন 'সর্বপরি, আমি একজন ভারতীয় আর সেই নিয়ে আমি গর্বিত। '
এখানেই না থেমে মিতালী ঐ ফ্যানের সঙ্গে টুইটারে মজা করেছেন। পাল্টা টুইটে সমালোচক ফ্যানকে টেলর সুইফ্টের 'ইউ নিড টু কাম ডাউন' গানটি ট্যাগ করেন মিতালী। সঙ্গে লেখেন, 'গানটা তোমার ডেডিকেট করলাম!'
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Also, I would like to dedicate <a href="https://twitter.com/vasugi29?ref_src=twsrc%5Etfw">@vasugi29</a> a very famous song by a strong independent woman I admire a lot . Enjoy <a href="https://t.co/o34CtfCZCB">https://t.co/o34CtfCZCB</a></p>— Mithali Raj (@M_Raj03) <a href="https://twitter.com/M_Raj03/status/1184149593778348033?ref_src=twsrc%5Etfw">October 15, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>