For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিতালি রাজ দিলেন অবসর ভাঙার ইঙ্গিত, কোন কারণে ফিরতে চান মাঠে?

Google Oneindia Bengali News

মিতালি রাজ অবসর ভাঙা নিয়ে চিন্তাভাবনা চালাচ্ছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আর নামবেন না। অবসর ভেঙে খেলতে পারেন মহিলাদের আইপিএলে। আগামী বছর থেকেই মহিলাদের আইপিএল শুরু করতে চায়। আর এর প্রথম সংস্করণে অংশ নেওয়ার সম্ভাবনা এখনই উড়িয়ে দিচ্ছেন না ভারতের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক।

মিতালি রাজ দিলেন অবসর ভাঙার ইঙ্গিত,

চলতি বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারেনি মিতালি রাজের ভারত। এরপরই তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু হয়। মিতালি এবারের মহিলাদের টি ২০ চ্যালেঞ্জেও খেলেননি। ঝুলন গোস্বামীর সঙ্গে তাঁকেও বিশ্রাম দেওয়ার কথা বলা হয়েছিল। মহিলাদের টি ২০ চ্যালেঞ্জে মিতালি দুই মরশুমে নেতৃত্ব দিয়েছেন ভেলোসিটি দলকে। এবার এই দলের অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছিল দীপ্তি শর্মার কাঁধে। গত ৮ জুন সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মিতালি। যবনিকা টেনেছিলেন ২৩ বছরের বর্ণময় কেরিয়ারে। তবে মিতালি অবসর ভেঙে মাঠে ফেরার সম্ভাবনা এখনও জিইয়ে রাখছেন। তিনি বলেছেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তবে মাঠে ফেরার সম্ভাবনার পথ বন্ধও করিনি। মহিলা আইপিএলের আগে কয়েক মাস রয়েছে। সেই টুর্নামেন্টের প্রথম সংস্করণে খেলা এক দারুণ বিষয় হবে।

মহিলাদের ক্রিকেটে একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক রানের মালিক মিতালি। ২৩২টি ম্যাচে সাতটি শতরান ও ৬৪টি অর্ধশতরান-সহ ৭৮০৫ রান করেছেন। টি ২০ আন্তর্জাতিক খেলেছেন ৮৯টি, রান ২৩৬৪, ১৭টি অর্ধশতরান রয়েছে। খেলেছেন ১২টি টেস্ট, ৬৯৯ রান করেছেন, সর্বাধিক স্কোর ২৯৯। একটি শতরান ও চারটি অর্ধশতরান রয়েছে। মিতালি বলেছেন, জীবনযাত্রা কিছুটা শ্লথ করতেই অবসর নিয়েছি। যাতে পরের দিন, পরের সপ্তাহ বা পরের সিরিজ নিয়ে কী করণীয় তা নিয়ে খুব বেশি চিন্তা করতে না হয়। অবসর নেওয়ার পর আমার করোনা হয়েছিল। সুস্থ হওয়ার পরে বায়োপিক সাবাশ মিঠুর প্রমোশনে বিভিন্ন ইভেন্টেও অংশ নিতে হয়েছে। উল্লেখ্য, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবির প্রচারে কলকাতার ইডেন গার্ডেন্সেও উপস্থিত ছিলেন মিতালি। এরপর তিনি যদি অবসর ভেঙে মহিলা আইপিএল খেলেন, তাঁর ভক্তদের জন্য সেটা নিঃসন্দেহে হবে বিরাট সুখবর।

এদিকে, কমনওয়েলথ গেমসের আগে আইসিসি পডকাস্টে ভারতীয় ওপেনার শেফালি ভার্মার উচ্ছ্বসিত প্রশংসা করেন মিতালি। তিনি বলেন, আমি শেফালির খেলার বড় ভক্ত। যে কোনও দলের যে কোনও আক্রমণের বিরুদ্ধে শেফালি একা ভারতকে জেতানোর ক্ষমতা রাখেন। কোনও প্রজন্মে তাঁর মতো ক্রিকেটার একজনই হন। ভারতীয় রেলওয়েজের বিরুদ্ধে একটি ঘরোয়া ম্যাচে অর্ধশতরান করে একা দলকে জেতান শেফালি। মহিলাদের টি ২০ চ্য়ালেঞ্জারে প্রথম মরশুমে শেফালিকে আমার ভেলোসিটি দলে দেখি। ওই বয়সে অবলীলায় চার-ছক্কা মারার দক্ষতা, বড় শট খেলার র পাওয়ার মুগ্ধ করেছিল মিতালিকে।

কমনওয়েলথ গেমস ভিলেজে মানসিক নির্যাতন! লাভলিনার অভিযোগে শোরগোল, প্রস্তুতিতে ধাক্কাকমনওয়েলথ গেমস ভিলেজে মানসিক নির্যাতন! লাভলিনার অভিযোগে শোরগোল, প্রস্তুতিতে ধাক্কা

English summary
Mithali Raj Has Not Ruled Out The Chance To Take Part In The Inaugural Women’s Indian Premier League. Earlier This Year, Mithali Retired From All Forms Of Cricket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X