For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি২০ বিশ্বকাপের দল ঘোষণার পর পাক দলের কোচ মিসবা-ওয়াকারের পদত্যাগে ধোঁয়াশা

পাকিস্তানের টি২০ বিশ্বকাপের দল নির্বাচনের পর কোচের পদ থেকে সরলেন মিসবা-উল-হক ও ওয়াকার ইউনিস

  • |
Google Oneindia Bengali News

টি২০ বিশ্বকাপের দল ঘোষণার দুই ঘণ্টার মধ্যেই পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ পদ থেকে ইস্তফা দিলেন মিসবা-উল-হক। একই সঙ্গে সরে দাঁড়িয়েছেন দলের বোলিং কোচ ওয়াকার ইউনিসও। টি২০ বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তানের দুই প্রাক্তন তারকা ক্রিকেটার তথা কোচের এমন সিদ্ধান্ত ঘিরে বিতর্ক দানা বেঁধেছে।

টি২০ বিশ্বকাপের দল ঘোষণার পর পাক দলের কোচ মিসবা-ওয়াকারের পদত্যাগে ধোঁয়াশা

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে যে ২০১৯ সালের সেপ্টেম্বরে দলের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন মিসবা ও ওয়াকার। চুক্তি অনুযায়ী তাঁদের আরও এক বছর নিজ নিজ পদে থাকার কথা বলেও জানানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান ক্রিকেট দলের অন্তবর্তীকালীন দায়িত্বভার সামলাবেন দেশের প্রাক্তন অফ স্পিনার সাকলিন মুস্তাক ও অল রাউন্ডার আব্দুল রাজ্জাক। এই অবস্থায় সেপ্টেম্বরেই শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টি২০ মোকাবিলা খেলতে চলেছেন বাবর আজমরা।

সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতি জারি করে মিসবা-উল-হক ও ওয়াকার ইউনিসের সিদ্ধান্তের কথা জানানো হয়। যেখানে বাবর আজমদের সদ্য প্রাক্তন কোচ মিসবা-উল-হক লিখেছেন, তিনি জানেন যে সময়টা সঠিক নয়। সামনেই টি২০ বিশ্বকাপ। তাও বাধ্য হয়েই তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে বক্তব্য মিসবার। বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলকে কোচিং করানোর মতো মানসিক অবস্থায় তিনি নেই বলেও জানিয়েছেন সদ্য প্রাক্তন। ওয়েস্ট ইন্ডিজ সফর চলার সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মিসবা-উল-হক। তাঁকে আইসোলেশনে থাকতে হয়েছিল। দল দেশে ফেরার পরও তাঁকে ওয়েস্ট ইন্ডিজেই থেকে যেতে হয়েছিল। দীর্ঘদিন পরিবারের থেকে দূরে থাকার পর আপাতত তিনি প্রিয়জনদের সময় দিতে চান বলেও জানিয়েছেন পাকিস্তানের সদ্য প্রাক্তন হেড কোচ।

অন্যদিকে ওয়াকার ইউনিসের কথায়, নিজের সিদ্ধান্ত ও ভবিষ্যত পরিকল্পনার কথা তাঁকে জানিয়েছিলেন মিসবা-উল-হক। এরপর তিনিও একই সিদ্ধান্ত নিয়ে ফেলেন বলে পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি ফাস্ট বোলারের বক্তব্য। ওয়াকারের কথায়, পাক দলের কোচ হিসেবে একসঙ্গে কাজ করেছেন তিনি ও মিসবা। দায়িত্ব ছাড়ার সময়ও তাঁরা আলাদা হতে চান না বলে জানিয়েছেন ইউনিস।

সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপের জন্য সোমবার ১৫ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলের প্রধান নির্বাচক মহম্মদ ওয়াসিম সাংবাদিক বৈঠক করে ক্রিকেটারদের নাম ঘোষণা করেছেন। শোয়েব মালিক ও সরফরাজ আহমেদকে বাদ দিলেও দলের নাকি সদস্যেরক মধ্যে নেই তেমন কোনও অপরিচিত মুখ। দলে পাঁচ জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান, দুই জন উইকেটরক্ষক, চার জন অল রাউন্ডার ও চার জন ফাস্ট বোলারকে অন্তর্ভূক্ত করা হয়েছে। রিজার্ভ ক্যাটেগরিতে চার জনের নাম ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট দল।

মিসবা-উল-হক এবং ওয়াকার ইউনিসের সঙ্গে পরামর্শ না করেই পাকিস্তানের টি২০ বিশ্বকাপগামী দলের নির্বাচন হয়ে যাওয়ায় অপমানে তাঁরা নিজেদের পদ ছেড়েছেন বলে ক্রিকেট মহলের এক অংশের অনুমান। উল্লেখ্য পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ হিসেবে মিসবার একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জাতীয় দল থেকে বাদ পড়ে ক্রিকেটকেই বিদায় জানিয়ে দেওয়া পাক ফাস্ট বোলার মহম্মদ আমির তাঁর এই অবস্থার জন্য সদ্য প্রাক্তন কোচকেই দায়ী করেছিলেন।

English summary
Misbah-ul-Haq, Waqar Younis stepped down from coaching post after Pakistan's T20 World Cup team selection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X