For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চূড়ান্ত অফ ফর্মে থাকা বিরাট কোহলিকে ক্রিকেট থেকে ছুটি নেওয়ার উপদেশ দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক

চূড়ান্ত অফ ফর্মে থাকা বিরাট কোহলিকে ক্রিকেট থেকে ছুটি নেওয়ার উপদেশ দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক

Google Oneindia Bengali News

লাগাতার ব্যর্থ হওয়া বিরাট কোহলিকে আইপিএল-এর সময়ে বিশ্রাম নেওয়া পরামর্শ দিয়েছিলেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সেই সময়ে জানিয়েছিলেন ফর্মে ফেরার জন্য ক্রিকেট থেকে ব্রেক নেওয়া প্রয়োজন বিরাটের। তাঁকে এই উপদেশ দিয়েছিলেন রবি শাস্ত্রীও। তবে, বিরাট খেলা চালিয়ে গিয়েছিলেন।

চূড়ান্ত অফ ফর্মে থাকা বিরাট কোহলিকে ক্রিকেট থেকে ছুটি নেওয়ার উপদেশ দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে তাঁর ব্যর্থতার পর ফের এক বার প্রাক্তন ভারত অধিনায়ককে বিশ্রামে যাওয়ার পরামর্শ দিলেন ভন। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে আয়োজিত পঞ্চম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩১ রান করেছেন কোহলি। প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ১১ রান এবং দ্বিতীয় ইনিংসে তিনি খেলেছেন ২০ রান।

২০১৯ সালের শেষের দিক থেকে আন্তর্জাতিক ফরম্যাটে কোনও শতরান নেই কোহলির। তাঁর ব্যাটে রানের খরা অব্যাহত ছিল আইপিএল-এও। ক্রিকবাজের সঙ্গে আলোচনার সময়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কোহলির অফ ফর্ম ইস্যুতে নিজের মতামত জানিয়েছেন। তিনি মনে করেন কোহলির উচিৎ তিন মাস ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখা, আগামীতে তাঁর চলার পথে এটা সাহায্য করবে মনে করেন ভন। তাঁর কথায়, "আমি জানি আইপিএল-এর পর ও বিশ্রাম পেয়েছ। কিন্তু ওকে দেখে আমার মনে হচ্ছে ওর ছুটি প্রয়োজন। ওকে দেখে মনে হচ্ছে ক্রিকেট থেকে ওর তিন মাসের ছুটি প্রয়োজন ক্রিকেট থেকে। এই ব্রেক ওর ক্ষতি করবে না? না, এটা সাহায্য করবে।"

ভারত বনাম ইংল্যান্ডের ওডিআই এবং টি-২০ সিরিজের সূচি নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন ভন। তিনি বলেছেন, "ভারত এবং ইংল্যান্ডের সূচি আমি দেখেছি। এটা হাস্যকর। আরও বেশি করে আমরা এটা দেখব আগামী বছরগুলিতে। এটা অসম্ভব যে সব ফরম্যাটের খেলোয়াড়রা তিনটি ফরম্যাটেই খেলতে পারবে।"

৭ জুলাই (বৃহস্পতিবার), ৯ জুলাই (শনিবার) এবং ১০ জুলাই (রবিবার) টি-২০ সিরিজের তিনটি ম্যাচ খেলা হবে। ওডিআই সিরিজের তিনটি ম্যাচ আয়োজিত হবে ১২ জুলাই (মঙ্গলবার), ১৪ জুলাই (বৃহস্পতিবার) এবং ১৭ জুলাই (রবিবার)।

English summary
Michael Vaughan urged Virat Kohli to take a three months break from cricket. He believes that will help former India Skipper to get back form.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X