For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান 'নকল বিন'-বিদ্ধ! টি ২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের কাছে হারতেই বদলার খোঁচা

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের ওঠার সম্ভাবনা এখন সরু সুতোয় ঝুলছে। তিনটি ম্যাচের একটিতে হারই ছিটকে দিতে পারে বাবর আজমদের। এমনকী বাকি ম্যাচগুলিতে জিতলেও তাকিয়ে থাকতে হবে সুপার টুয়েলভে গ্রুপ ২-র অন্য ম্যাচের ফলাফলগুলির দিকে। জিম্বাবোয়ের কাছে ১ রানে হারের পর প্রবলভাবে সমালোচিত হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় নকল বিন ইস্যুতে বিদ্ধ পাকিস্তান!

'বিন' প্রতারণা

ঘটনা ২০১৬ সালের। মিস্টার বিনের মতো অনেকটা দেখতে একজন জিম্বাবোয়েতে গিয়েছিলেন অনুষ্ঠান করতে। মিস্টার বিনকে দেখার আশায় ১০ ডলার করে খরচ করতে কার্পণ্য করেননি জিম্বাবোয়ের নাগরিকরা। তবে বিখ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনের জায়গায় পাকিস্তানের কমেডিয়ান আসিফ মহম্মদের অনুষ্ঠান দেখে হতাশই হন সকলে। এমন ঘটনা মন থেকে যে অনেকেই মানতে পারেননি তা স্পষ্ট হয়েছে গতকালের জিম্বাবোয়ে বনাম পাকিস্তান ম্যাচের ফলাফলেই।

বদলা নিল জিম্বাবোয়ে

পাকিস্তানের বিরুদ্ধে জিম্বাবোয়ের ম্যাচ শুরুর আগের দিনই ভাইরাল হয় এনগুগি চাসুরার একটি কমেন্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের টুইটে গিয়ে তিনি লেখেন, নকল মিস্টার বিনকে যেভাবে জিম্বাবোয়েতে পাঠিয়েছিল তাতে জিম্বাবোয়ের মানুষ কোনওদিন ক্ষমা করবে না পাকিস্তানকে। বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে এই ঘটনার হিসেব আমরা বুঝে নেব! এই কমেন্ট দেখে একজন জানতে চান ঘটনাটির বিষয়ে। তখন চাসুরা জানান, একটি অনুষ্ঠানে নকল মিস্টার বিনকে পাঠিয়ে জিম্বাবোয়ের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই মিস্টার বিনকে নিয়ে তুঙ্গে ওঠে সোশ্যাল মিডিয়ার যুদ্ধ।

সরস প্রেসিডেন্ট

ঘটনাটি অন্য মাত্রা পায় জিম্বাবোয়ের রাষ্ট্রপতির সরস টুইটে। তিনি জিম্বাবোয়ে দলকে জয়ের জন্য অভিনন্দন জানান। সঙ্গে লিখে দেন আগামীবার আসল বিনকে যেন পাঠানো হয়। বুঝে নিতে অসুবিধা হয়নি এই অংশটি পাকিস্তানকে লক্ষ্য করেই।

পাকিস্তানের জবাব

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই টুইটের প্রেক্ষিতে লেখেন, পাকিস্তানে আসল মিস্টার বিন নেই। তবে পাকিস্তানের আসল ক্রিকেটীয় স্পিরিট রয়েছে। যার ভিত্তিতে ঘুরে দাঁড়ানো অভ্যাসে পরিণত হয়েছে পাকিস্তানের।

মোক্ষম খোঁচা

ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটোও বিন প্রসঙ্গ টেনে টুইটে লিখেছে, ম্যাচ জেতানোর ক্ষেত্রে সেরা খাবার বিন! বীরেন্দ্র শেহওয়াগও জিম্বাবোয়ের প্রেসিডেন্টের টুইটের প্রেক্ষিতে পাকিস্তানকে খোঁচা দিতে ছাড়েননি। চাসুরার উদ্দেশে শেহওয়াগ লেখেন, পাকিস্তানের তরফে নকল বিন পাঠানোর কী দারুণ বদলা নিলেন আপনারা। জিম্বাবোয়ের প্রেসি়ডেন্টেরও প্রশংসা করেছেন বীরু। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে অসংখ্য মিম।

(ছবি- সোশ্যাল মিডিয়া)

দক্ষিণ আফ্রিকার পেসারদের পারথে সামলাতে কোন রণকৌশল ভারতের? স্পষ্ট করলেন আত্মবিশ্বাসী অক্ষরদক্ষিণ আফ্রিকার পেসারদের পারথে সামলাতে কোন রণকৌশল ভারতের? স্পষ্ট করলেন আত্মবিশ্বাসী অক্ষর

English summary
T20 World Cup 2022: Meme Fest On Social Media After Zimbabwe's Revenge Over Pakistan Regarding Fake Bean Incident. Zimbabwe Defeated Pakistan By 1 Run.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X